E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

সালথায় সাপের কামড়ে যুবকের মৃত্যু

২০২৪ মে ০৬ ১৫:২০:৫১
সালথায় সাপের কামড়ে যুবকের মৃত্যু

সালথা (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের সালথায় সাপের কামড়ে মিরাজ ঠাকুর (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। রবিবার দিবাগত রাত ১২ টার দিকে তিনি মারা যান।

নিহত মিরাজ ঠাকুর উপজেলার যদুনন্দী ইউনিয়নের খারদিয়া গ্রামের বালিঘাটা এলাকার মৃত মকিম ঠাকুরের ছেলে। সে তিন কন্যা সন্তানের পিতা।

নিহতের পরিবার সুত্রে জানা যায়, রবিবার রাত ১০টার দিকে মিরাজ ঠাকুর বাড়ি থেকে খারদিয়া আশ্রয়ন কেন্দ্রে তার ভাই মুরাদ ঠাকুকের কাছে যাওয়ার সময় পাটের আইল থেকে সাপে কামড় দেয়। পরে পরিবারের লোকজন তাকে পার্শ্ববর্তী বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় ওখানকার কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষনা করেন।

নিহতের স্ত্রী সাবিনা বেগম কান্নাকন্ঠে বলেন, হাসপাতালে যদি সাপের ভেকসিন থাকতো তাহলে এভাবে আমার স্বামী মারা যেতো না। আমাকে এখন কে দেখবে।

(এএনএইচ/এএস/মে ০৬, ২০২৪)

পাঠকের মতামত:

০২ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test