E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সরিষাবাড়ীতে ইউনিয়ন পরিষদে ঢুকে ইউপি সদস্যকে মারধরের অভিযোগ

২০২৪ মে ১৫ ২০:৫৬:৫৩
সরিষাবাড়ীতে ইউনিয়ন পরিষদে ঢুকে ইউপি সদস্যকে মারধরের অভিযোগ

রাজন্য রুহানি, জামালপুর : জামালপুরের সরিষাবাড়ীতে ডোয়াইল ইউনিয়ন পরিষদে জন্মসনদ দিতে দেরি করায় ইউপি সদস্য রেজাউল করিমকে মারধরের অভিযোগ উঠেছে। ওই ইউপি সদস্যকে মারধর করেন যুবলীগ নেতা খ্যাত মামুনুর রশীদ। এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে।

বুধবার (১৫ মে) দুপুরে উপজেলার ডোয়াইল ইউনিয়ন পরিষদে এ মারধরের ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ডোয়াইল ইউনিয়ন পরিষদের সচিব মেহেদী হাসান।

পুলিশ ও ইউনিয়ন পরিষদ সূত্রে জানায়, উপজেলার ডোয়াইল ইউনিয়নের চাপারকোনা গ্রামের আইনুদ্দিন মাষ্টারের ছেলে ও যুবলীগ নেতা মামুনুর রশীদ সদলবলে বুধবার দুপুরে ৩ নং ডোয়াইল ইউনিয়ন পরিষদে ঢোকেন। এসময় পরিষদের উদ্যোক্তা ইমরান হোসেনের কক্ষে ঢুকে জোরপূর্বক মেয়ের জন্মসনদ দিতে বলেন। জন্মসনদ দিতে দেরি হওয়ার তার হাত ভেঙে ফেলার হুমকি দেন। এরপর পরিষদের সচিবের কক্ষে ঢুকে ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য রেজাউল করিমের সাথে অশুভ আচরণ শুরু করেন। এর প্রতিবাদ করলে তিনি একপর্যায়ে সচিবের কক্ষে বসে থাকা ইউপি সদস্য রেজাউল করিমকে মারধর করতে থাকেন। পরে থানায় খবর দিলে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণপ আনে পুলিশ।

এ ব্যাপারে ইউপি সদস্য রেজাউল করিম অভিযোগ করে বলেন, পরিষদের উদ্যোক্তার কক্ষে ঢুকে তাকে হুমকি দেন বখাটে মামুন ও তার দলবল। বিষয়টি জানতে চাইলে ইউপি সদস্যের সাথে অশুভ আচরণ করেন তিনি। এর প্রতিবাদ করলে তাকে মারধর শুরু করে মামুন ও তার লোকজন। তিনি এ ঘটনার বিচার দাবি করেন।

এ বিষয়ে জানতে চাইলে পরিষদের উদ্যোক্তা ইমরান হোসেন বলেন, পরিষদে ঢুকে জোরপূর্বক মেয়ের জন্মসনদ চান মামুন। দিতে দেরি হওয়ায় তাকে হাত ভেঙে ফেলার হুমকি দেন।

পরিষদের সচিব মেহেদী হাসান অভিযোগ করে বলেন, পরিষদে ঢুকে প্রথমে উদ্যোক্তাকে হুমকি দেয় মামুন। ইউপি সদস্য রেজাউল করিম এর প্রতিবাদ করলে তার উপর হামলা করে মামুন ও তার লোকজন। এ ঘটনায় তিনি বিচার দাবি করেন।

এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান আবদুর রাজ্জাক স্বপন বলেন, এর আগেও একাধিকবার পরিষদে ঢুকে অনেকের সাথে খারাপ আচরণ করেছেন ওই যুবলীগ নেতা।

সরিষাবাড়ি থানার অফিসার ইনচার্জ মুশফিকুর রহমান বলেন, মারধরের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এ ঘটনায় মামুনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের হয়েছে। তাকে আটকের অভিযান চলছে।

(আরআর/এএস/মে ১৫, ২০২৪)

পাঠকের মতামত:

২৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test