E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

ফরিদগঞ্জে বসতঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার

২০২৪ মে ১৭ ১৮:১৬:৫৩
ফরিদগঞ্জে বসতঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার

চাঁদপুর প্রতিনিধি : চাঁদপুরের ফরিদগঞ্জের রূপসা উত্তর ইউনিয়নের গাব্দেরগাঁও  গ্রামে নিজের বসতঘর থেকে মো. রেদওয়ান হোসেন (২৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে৷ শুক্রবার (১৭ মে) সকালে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানা পুলিশ৷ মৃত রেদওয়ান হোসেন ওই গ্রামের মৃত আহচান উল্যার ছেলে৷ তিনি ১ সন্তানের জনক৷

মৃতের পরিবারের বরাত দিয়ে স্থানীয় ইউপি সদস্য ইব্রাহিম মৃধা বলেন, গত কয়েক বছর পূর্বে পাশের গ্রামের মফিজ মিয়ার মেয়ে খাদিজা আক্তারের সাথে পারিবারিক ভাবে বিয়ে হয় রেদওয়ান হোসেনের৷ বিয়ের সময় খাদিজা আক্তার অপ্রাপ্তবয়স্ক হওয়ার কারনে বিয়েতে কাবিন হয়নি৷ তবে তারা দাম্পত্য জীবন শুরু করেন৷ রেদওয়ান ও খাদিজা দম্পতির ঘরে রাহাতুল ইসলাম নামে ১৮ মাস বয়সী এক সন্তান রয়েছে৷ রেদওয়ানের ৬ বোনের মধ্যে সবার বিয়ে হয়ে যাওয়ায় তারা স্বামীর বাড়িতে থাকেন৷ তার বাবা-মা মারা যাওয়ারপর রেদওয়ান স্ত্রী ও সন্তানকে নিয়ে বাড়িতে বসবাস করতেন৷ সম্প্রতি সময়ে তাদের পারিবারিক কলহ সৃষ্টি হয়৷ রেওয়ানের স্ত্রী তাঁর বিরুদ্ধে যৌতুকের দাবী, নারী ও শিশু নির্যাতনসহ একাধিক অভিযোগ এনে আদালতে মামলা দায়ের করেন৷ মামলা চলমান থাকায় তাঁর স্ত্রী বাবার বাড়িতে শিশু সন্তানকে নিয়ে অবস্থান করছেন৷

রেদওয়ানের বোন রহিমা বেগম বলেন, আমার ভাই তাঁর বসতঘরের সিলিং ফ্যানের সাথে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে, এ খবর পেয়ে আমি এসে প্রতিবেশিদের সহায়তা নিয়ে ভাইয়ের মরদেহ নামিয়ে বিচানায় রাখি৷ পরে পুলিশ এসে লাশ নিয়ে যায়৷

বিষয়টি নিশ্চিত করে ফরিদগঞ্জ থানার এসআই মো. আনোয়ার হোসেন বলেন মো. রেদওয়ান হোসেনের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চাঁদপুর জেলা সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে৷ তবে কি কারণে তার মৃত্যু হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি৷ তদন্ত করে পরবর্তি আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে৷

(ইউএইচ/এসপি/মে ১৭, ২০২৪)

পাঠকের মতামত:

১৫ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test