আগৈলঝাড়ায় প্রচারণায় তুঙ্গে আনারস
প্রচারণায় নতুন মাত্রা দিয়েছে প্রার্থীর স্ত্রী, বিজয়ী করতে ঢাকায় উঠান বৈঠক
.jpg)
আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : প্রতীক বরাদ্দের পর দুপুর থেকে রাত পর্যন্ত থেমে নেই প্রচার-প্রচারনা। কোথাও প্রার্থী নিজে উপস্থিত থেকে আবার কোথাও তার সমর্থিত লোকজন ভোটের মাঠ চষে বেড়াচ্ছেন। মাইকিং, ব্যানার, পোষ্টারে ছেয়ে গেছে হাট-বাজারসহ প্রত্যন্ত এলাকার সর্বত্র। প্রার্থী ও প্রার্থীর সমর্থনে দলের নেতাকর্মীরা গণসংযোগ করে উঠান বৈঠক আর হাট বাজারসহ বাড়ি বাড়ি গিয়ে হ্যান্ডবিল বিতরণের মাধ্যমে ভোট প্রার্থণা করে চলছেন তৃতীয় ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে বরিশালের আগৈলঝাড়া উপজেলার প্রতিদ্বন্ধি প্রার্থীরা।
এই উপজেলায় চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দিতা করছেন আওয়ামী লীগের সাংগঠনিক সিদ্ধান্তের প্রার্থী, বরিশাল জেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত (আনারস) এবং বাকাল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, আওয়ামী লীগের বহিস্কৃত সাধারণ সম্পাদক, জাতির পিতা ও প্রধানমন্ত্রীর ছবি অবমাননা করা মামলার আসামী বরখাস্তকৃত শিক্ষক যতীন্দ্র নাথ মিস্ত্রী (দোয়াত কলম)।
আওয়ামী লীগের সাংগঠনিক সিদ্ধান্তে একক চেয়ারম্যান প্রার্থী বর্তমান চেয়ারম্যান, অসাম্প্রদায়িক নেতা, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত ১৩ মে আনারস প্রতীক বরাদ্দ পেয়েই অব্যাহত প্রচারনায় মাঠে রয়েছেন। আনারস প্রথীককে বিজয়ী করতে ইতোমধ্যেই আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে একাধিক সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে। ওই সকল সাংগঠনিক সভা ছাড়াও বিভিন্ন স্থানে গণসংযোগ, পথসভা, উঠান বৈঠক করে আসছেন প্রতিনিয়ত। আনারস প্রতীকে বিজয়ী করতে উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈকে আহ্বায়ক ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন সেরনিয়াবাতকে সদস্য সচিব করে গঠন করা হয়েছে উপজেলা ও ভোট কেন্দ্র ওয়ারী কমিটি।
আব্দুর রইচ সেরনিয়াবাতের আনারস প্রতীক বিজয়ী করতে দিন রাত গণসংযোগ করে যাচ্ছেন উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন। আওয়ামী লীগ আনুষ্ঠানিকভাকে প্রার্থী মনোনয়ন না দিলেও দলের সকল পর্যায়ের নেতা কর্মীরা কাজ করে যাচ্ছেন আনারস প্রতীকের প্রার্থী আব্দুর রইচ সেরনিয়াবাতের জন্য। বসে নেই প্রার্থীর পরিবার সদস্যরাও। প্রার্থী আব্দুর রইচ সেরনিয়াবাতের স্ত্রী, উপজেলা মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি এলিনা জাহিন পুতুল। স্বামীর আনারস প্রতীক কিজয়ী করতে উপজেলা বিভিন্ন বাড়িতে গিয়ে ভোট প্রার্থণা করে প্রচারনায় নতুন মাত্রা যোগ করেছেন। তার সাথে রয়েছেন তার মেয়ে ও মহিলা আওয়ামী লীগের নেতৃবৃন্দরা।
আনারস প্রতীকের জন্য নেতা কর্মীদের নিয়ে আচরনবিধি মেনে অব্যাহত গণসংযোগ করেছেন রাজিহার, বাকাল, বাগধা, গৈলা ও রত্নপুর ইউনিয়নের পথে প্রান্তরসহ বিভিন্ন হাট বাজারে। এদিকে পোস্টার, ব্যানার আর মাইকিং এর মধ্যেই প্রচার-প্রচারনায় সীমাবদ্ধ রয়েছেন দোয়াত কলমের প্রার্থী যতীন্ত্র নাথ মিস্ত্রী।
অন্যদিকে ঢাকাস্থ আগৈলঝাড়ার আওয়ামী লীগে নেতৃবৃন্দরা শুক্রবার বিকেলে আব্দুর রইচ সেরনিয়াবাতের আনারস প্রতীকের সমর্থনে তেজকুনী পাড়ায় নির্বাচনী বৈঠক করেছেন। আলবার্ট বিশ্বাসের সভাপতিত্বে ওই বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সৈনিক লীগের সহ-সভাপতি কিরণ সেরনিয়াবাত, উপজেলা সাবেক চেয়ারম্যান গোলাম মোর্তুজা খান, এ্যাডভোকেট মিন্টু কুমার মন্ডল, এ্যাডভোকেট হারিচাঁদ বৈরাগী শাওন আওয়ামী লীগ নেতা রমিজ সেরনিয়বাত, গৈলা ইউপি সাবেক চেয়ারম্যান গিয়াস খান, মাহাবুব সরদার, জয় গোপাল রায়, জগবন্ধু সরকার, বিভাষ জয়ধর, হরসিত বাড়ৈ, লাবিবা পরিবহনের মালিক লিটন সেরনিয়াবাত, এ্যাডভোকেট রনজিত সমদ্দার, কাজী আরিফসহ ঢাকাস্থ নেতৃবৃন্দ ও সাধালন ভোটারগন।
আসারস প্রতীকের প্রার্থীর এক সমর্থক নাম প্রকাশের শর্তে অভিযোগ করে বলেন- আচরন বিধি লংঘন করে যতীন্ত্র নাথ মিস্ত্রী ভোটের জন্য তার বাড়ির পাশের একটি মন্দির এলাকায় বৃহস্পতিবার থেকে ভোটারদের উদ্বুদ্ধ করতে প্রতিদিন তিন’শ লোকের খাবারের ব্যবস্থা করেছেন। এই ধারা অব্যাহত থাকলে নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ করা হবে বলেও জানান তিনি।
এদিকে প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছের ভাইস চেয়ারম্যান প্রার্থীরাও। বিএনপি নির্বাচনে না আসায় প্রতিদ্বন্দি প্রার্থীরা সবাই আওয়ামী লীগের সাবেক ও বর্তমান বিভিন্ন কমিটির নেতা-কর্মী।
এরা হলেন- বর্তমান ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম তালুকদার (উড়োজাহাজ), উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক ভাইস চেয়ারম্যান মো. জসীম উদ্দিন সরদার (মাইক), শ্রম বিষয়ক সম্পাদক ও উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. সবুজ আকন (টিউবওয়েল), উপজেলা যুবলীগের সহ-সভাপতি সাহাবুদ্দিন মোল্লা (তালা), ছাত্রলীগ নেতা সঞ্জয় বাড়ৈ (চশমা), নারী ভাইস চেয়ারম্যান প্রতিদ্বন্দিতা করছেন বর্তমান ভাইস চেয়ারম্যান, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য মলিনা রানী রায় (প্রজাপতি), উপজেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক ইউপি সদস্য হাফিজা ইয়াসমিন (ফুটবল), উপজেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য ও সাবেক ইউপি সদস্য পবিত্র রানী রায় (কলস), উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-মহিলা বিষয়ক সম্পাদক মনিকা সরকার (হাঁস)।
উপজেলার পাঁটটি ইউনিয়নে মোট ৬০টি ভোট কেন্দ্রে ভোটার সংখ্যা ১ লাখ ৩৪ হাজার ১শ ৩৩ জন। এরমধ্যে পুরুষ ভোটার ৬৭ হাজার ৬শ ৫৮জন এবং নারী ভোটার ৬৬ হাজার ৪শ ৭৫ জন। চেয়ারম্যান পদে ২জন, ভাইস চেয়ারম্যান পদে ৫জন এবং নারী ভাইস চেয়ারম্যান পদে ৪জনসহ মোট ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন। এই উপজেলায় ভোট গ্রহন অনুষ্ঠিত হবে ২৯ মে।
(টিবি/এসপি/মে ১৮, ২০২৪)
পাঠকের মতামত:
- তুমুল সংঘর্ষের পর কক্সবাজার পাকবাহিনীর দখলে চলে যায়
- ধামরাইয়ে যাত্রীবেশে ছিনতাইকালে ৪ জন আটক, গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ
- ফরিদপুরে যৌথ অভিযানে দুই চাঁদাবাজ হাতেনাতে গ্রেফতার, কারাদণ্ড
- ধামরাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত আলী আজগরের পরিবারের পাশে এসডিআই
- রাজবাড়ীতে আ.লীগ-ছাত্রলীগের ৪ নেতা গ্রেফতার
- ‘শেখ মুজিবের করা কালো আইনেই নিষিদ্ধ হতে পারে আ.লীগ’
- মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটাতে চায় সরকার : পার্বত্য উপদেষ্টা
- ফরিদপুরে বিস্ফোরক মামলায় মুক্তিযোদ্ধাসহ আ.লীগের ৫ নেতাকর্মী গ্রেফতার
- বিএনপি অফিস ভাঙচুরের প্রতিবাদে ফরিদপুরে মানববন্ধন
- ‘শাহবাগ ব্লকেড’ কর্মসূচির ঘোষণা দিলেন হাসনাত
- ‘আ.লীগ সংবিধানকে নিজেদের দলীয় সংবিধানে পরিণত করেছিল’
- আ.লীগ নিষিদ্ধের দাবিতে কুষ্টিয়ায় বিক্ষোভ
- ‘বাগেরহাটকে আন্তর্জাতিক পর্যটন হাব প্রতিষ্ঠায় ভূমিকা রাখছে সরকার’
- বাঘের তাড়া খেয়ে লোকালয়ে হরিণ, উদ্ধার করে সুন্দরবনে অবমুক্ত
- নড়াইলে আউড়িয়া ও মুলিয়া ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার ৪, জেলহাজতে প্রেরণ
- মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত
- অবশেষে সেই ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- রাজধানীর ৫ হাজার শিক্ষার্থীকে পুরস্কার দিলো বিশ্বসাহিত্য কেন্দ্র
- বরিশালে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
- ভারত-পাকিস্তান যুদ্ধ ঘিরে সাতক্ষীরা সীমান্তে বিজিবির টহল বৃদ্ধি
- বরিশালের হত্যা মামলার প্রধান আসামি ঢাকা থেকে গ্রেপ্তার
- মেগা প্রকল্পের নামে লুটপাট হয়েছে, উন্নয়ন হয়নি
- কাশিমপুর কারাগারে সাবেক মেয়র আইভী
- ‘সরকার নির্বাচন বিলম্বিত করতে চাইছে’
- সোনাতলায় পুলিশের অভিযানে ভিকটিম উদ্ধার, গ্রেপ্তার ৪
- দাবদাহের পর ঈশ্বরদীতে স্বস্তির বৃষ্টি
- গ্যালাক্সি এ০৬ স্মার্টফোন উন্মোচন করল স্যামসাং
- টাঙ্গাইলের পথেঘাটে দীপ্তি ছড়াচ্ছে কৃষ্ণচূড়া
- ঢাকায় সামরিক কর্তৃপক্ষ ১৪৮নং সামরিক বিধি জারি করে
- পঞ্চগড় বৈশাখি লোক নাট্যোৎসবে দ্বিতীয় দিনের পালা 'বাবার শেষ বিয়ে'
- প্রতি লিটার ১৬২.১৯ টাকা দরে পাম অয়েল কিনবে সরকার
- সোনার দামে ফের রেকর্ড, ভরি ১ লাখ ৭২ হাজার টাকা ছাড়ালো
- ‘চট্টগ্রামের রাজাঘাট এলাকা পাকবাহিনীর দখলে চলে যায়’
- মিশন হেক্সা, আনচেলত্তির সঙ্গে ব্রাজিলের চুক্তি চূড়ান্ত, ঘোষণা শিগগিরই
- জামিন পেলেন মডেল মেঘনা
- অ্যাগুয়েরোর রেকর্ড ভেঙে সবার ওপরে সালাহ
- রাজবাড়ীতে ব্যাটারী চালিত অটোবাইকের নম্বর প্লেট’র ফি কমানোর দাবিতে মানববন্ধন স্মারকলিপি
- বাবাকে কুপিয়ে হত্যার পর পুলিশের কাছে ধরা দিলেন মেয়ে
- ‘মানবিক করিডোর’
- বাংলাবান্ধার জিরো পয়েন্ট এলাকার সৌন্দর্য বর্ধন কাজের উদ্বোধন
- সাতক্ষীরায় ঘেরের জমি লীজ দিতে রাজী না হওয়ায় মালিককে পিটিয়ে হত্যার চেষ্টা
- রাজবাড়ীতে আম পাড়ায় শিশুকে গাছে বেঁধে নির্যাতন
- বাগেরহাটে ৩২৩ মেধাবী শিক্ষর্থীকে সংবর্ধনা ও বৃত্তি প্রদান
- সোনারগাঁয়ে নিখোঁজের ৫ দিন পর মিললো সিরাজুল ইসলামের লাশ
- চিৎমরমে মারমা তরুণ-তরুণীদের উচ্ছ্বাসে চলছে সাংগ্রাইয়ের প্রস্তুতি