E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

ময়মনসিংহ সদর উপজেলায় আবু সাঈদ চেয়ারম্যান নির্বাচিত

২০২৪ মে ২২ ১৯:১১:০৬
ময়মনসিংহ সদর উপজেলায় আবু সাঈদ চেয়ারম্যান নির্বাচিত

নীহার রঞ্জন কুন্ডু, ময়মনসিংহ : ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে ময়মনসিংহ সদর উপজেলা পরিষদে আওয়ামী লীগ নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান আবু সাইদ বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।

গত মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ময়মনসিংহ সদর উপজেলার ১১টি ইউনিয়নের ১০৩ টি ভোট কেন্দ্রে একটানা ভোট গ্রহণ চলে। কিছু বিছিন্ন ঘটনা ছাড়া মোটামুটি শান্তিপূর্ণ ভোট গ্রহণ সম্পন্ন হয়।

নির্বাচন কমিশন ঘোষনা অনুযায়ী ১০৩টি কেন্দ্রের সর্বশেষ ফলাফলে জানা যায় মোঃ আবু সাঈদ (দোয়াত কলম) প্রতীক নিয়ে ৪৫ হাজার ৭১৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেক ময়মনসিংহ সদর উপজেলা চেয়ারম্যান আশরাফ হোসাইন (ঘোড়া) প্রতীকে পেয়েছেন ৪০ হাজার ৫৫৭ ভোট। ৫ হাজার ১৬২ ভোট বেশি পেয়ে বেসরকারি ভাবে বিজয়ী হয়েছেন আলহাজ্ব আবু সাইদ।

ভোটের দিন ভোট কিছু কেন্দ্রে বিশৃঙলার চেষ্টা হয়, তবে তাৎক্ষনিক আইনশৃঙ্খলা বাহিনী তথা ডিবি ময়মনসিংহ মাঠে ছিল চোখে পড়ার মত, ওসি ডিবি এ ব্যাপারে কঠোর অবস্থানে থেকে নেত্রীত্ব দিয়ে সুনাম অর্জন করেছেন। এছাড়াও বিজিবি, র‍্যাব, পুলিশ সার্বক্ষণিক নির্বাচনী এলাকায় টহল দিতে দেখা গেছে এবং সুষ্ঠভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে।

এ ব্যাপারে নবনির্বাচিত চেয়ারম্যান আবু সাঈদ বলেন, ময়মনসিংহ জেলা প্রশাসক, পুলিশ সুপার, আইন-শৃঙ্খলা বাহিনীর সহ সকল গণমাধ্যম কর্মীদের নিরপেক্ষতায় ভোট সুন্দর ও সুশৃঙ্খল ভাবে অনুষ্ঠিত হওয়ায় আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাই তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করেছেন বলে নির্বাচন সুষ্ঠু হয়েছে। সদর উপজেলারবাসী আমাকে বিজয়ী করে যে ভালোবাসা দেখিয়েছেন তা কখনো ভোলার না, আমি আজীবন মনে রাখবো। তিন সদর বাসীকে কৃতজ্ঞতা ও অভিনন্দন জানান।

(এনআরকে/এসপি/মে ২২, ২০২৪)

পাঠকের মতামত:

১৬ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test