E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

ফরিদপুরে মৎসজীবী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

২০২৪ মে ২২ ১৯:৫৯:১৮
ফরিদপুরে মৎসজীবী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

রিয়াজুল রিয়াজ, ফরিদপুর : ফরিদপুরে বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

বুধবার বিকেলে ফরিদপুর জেলা মৎস্যজীবী লীগের উদ্যোগে শহরের আলিপুরে অবস্থিত আওয়ামী লীগ কার্যালয়ে কেক কাটা, শোভাযাত্রা ও আলোচনা সভা ‌ অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ ফরিদপুরের জেলা সভাপতি কাজী আব্দুস সোবহান এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. ফরিদ মিয়ার সঞ্চালনায় ‌দলটির আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন সহ-সভাপতি আব্দুল কুদ্দুস, সহ-সভাপতি কাজী সুমন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইসহাক মোল্লা, সাংগঠনিক সম্পাদক আশিকুর রহমান খান, যুব ও ক্রীড়া সম্পাদক সৈয়দ শারিক বিন হোসেন, কার্যকরী সদস্য মনিতারা মন্ডল, মিজান তালুকদার প্রমুখ।

আলোচনা সভায়- দেশের আর্থ সামাজিক উন্নয়নে ও বেকার সমস্যা নিরসনে আওয়ামী মৎসজীবী লীগের অবদানের কথা স্মরণ করে বক্তারা জানান, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আওয়ামী মৎসজীবী লীগের প্রত্যেক নেতা কর্মীকে নিরলস ভাবে কাজ করে যাবে'। এ সময় বক্তারা ফরিদপুরের ১ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য মো. আব্দুর রহমানকে বাংলাদেশ সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়ায় বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান। তাছাড়া, মন্ত্রীত্ব পাওয়ার পর থেকে এখন পর্যন্ত অন্তত দক্ষতার সাথে দল ও মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করে যাওয়ায় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আওয়ামী লীগনেতা আব্দুর রহমান এমপি'র ভুয়সি প্রসংশা করেন উপস্থিত নেতৃবৃন্দ।

(আরআর/এএস/মে ২২, ২০২৪)

পাঠকের মতামত:

১৬ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test