E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

তিনি আসলেন, দেখলেন, জয় করলেন

২০২৪ মে ২৩ ১৬:৩৮:৫০
তিনি আসলেন, দেখলেন, জয় করলেন

শৈলকুপা প্রতিনিধি : বিকাল থেকেই শৈলকুপা উপজেলা পরিষদ চত্ত্বরে হাজারো সমর্থকদের ভীড়। সবাই ফলাফলের অপেক্ষায়। কখন ঘোষণা হবে বিজয়ীর নাম। সময় গড়িয়ে রাত ১১ টা। তখনও কাঙ্খিত ফলাফলের অপেক্ষায় হাজারো সমর্থক। সবশেষ ঘোষণা করা হয় বিজয়ীর নাম। শৈলকুপা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে মোস্তফা আরিফ রেজা (মন্নু) ৭৩ হাজার ৬৭৩ ভেটে পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শামিম হোসেন মোল্লা পেয়েছেন ৭১ হাজার ৮৮০ ভোট। যেন ‘তিনি আসলেন, দেখলেন, জয় করলেন’।

এছাড়া ভাইস চেয়ারম্যান পদে জাহিদুন্নবী কালু ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে আফরোজা নাসরিন লিপি বিজয়ী হয়েছেন।

নিজের পছন্দের প্রার্থীর বিজয়ী হওয়ার খবরে খুশিতে কান্নায় ভেঙ্গে পড়েন কর্মী-সমর্থকরা। যেন নতুন করে প্রাণ ফিরে পেয়েছেন কয়েকবছর ধরে অত্যাচারের শিকার হওয়া মানুষেরা।

মোস্তফা আরিফ রেজা মন্নু পেশীশক্তির রাজনীতিতে কখনো পা রাখেননি। নষ্ট রাজনীতির কাদা গায়েও লাগাননি তিনি। বরং রাজনীতির নামে যারা অপরাজনীতি করছেন, তাদের জন্যও ইতিবাচক উদাহরণ সৃষ্টি করেছেন তিনি। তার বিজয়ে খুশিতে কাঁদছেন অরাজনৈতিক-রাজনৈতিক মঞ্চের মানুষেরাও। ভয়কে জয় করে উন্নয়নের মাঠ প্রসারিত করতে চান মন্নু। যে খেটেখাওয়া মানুষের সমর্থনে নির্বাচনে জিতলেন তিনি, তাদেরকে সামনে নিয়েই শৈলকুপার উন্নয়নে কাজ করতে চান। তবে এই পথটা সহজ ছিল না। পদে পদে হয়েছেন বৈষম্যের শিকার, তবে নিরাশ হননি। সব বাধা পায়ে মাড়িয়েই স্বস্তি দেওয়ার ইচ্ছা ছিল সবসময়। দৃঢ় মনোবল আর সাহসিকতা দিয়েই সকল অন্যায়ের বিরুদ্ধে লড়ে গেছেন। সততা আর সাহসিকতার জন্য প্রশংসা কুড়িয়েছেন নানা মহলের।

মোস্তফা আরিফ রেজা মন্নু বলেন, যাদের জন্য বিজয়ী হয়েছি, তাদের সকল সমস্যা-সম্ভাবনায় পাশে থাকবো। শৈলকুপা থেকে মারামরি-হানাহানি বন্ধ করবো। এই জয় আমার না, এ জয় সাধারণ মানুষের। যারা ভয়-ভীতিকে উপেক্ষা করে আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন।

(এসআই/এসপি/মে ২৩, ২০২৪)

পাঠকের মতামত:

১৬ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test