E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

ঘূর্ণিঝড় ‘রেমাল’ মোকাবেলায় সাতক্ষীরায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা 

২০২৪ মে ২৩ ১৮:০৫:১৮
ঘূর্ণিঝড় ‘রেমাল’ মোকাবেলায় সাতক্ষীরায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা 

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : ঘূর্ণিঝড় ‘রেমাল’ মোকাবেলায় সাতক্ষীরায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা করেছে জেলা প্রশাসন। 

আজ বৃহস্পতিবার দুপুর আড়াইটায় জেলা প্রশাসক হুমায়ুন কবিরের সভাপতিত্বে সংশ্লিষ্ট জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তারা প্রস্তুতি সভায় যোগ দেন।

সভা শেষে হুমায়ুন কবির বলেন, ঘূর্ণিঝড় ‘রেমাল ’ মোকাবেলায় সর্বাত্মক প্রস্তুতি নেওয়া শুরু করেছে জেলা প্রশাসন। সংশ্লিষ্ট সব পর্যায়ের কর্মকর্তাদের স্টেশন ত্যাগ না করতে নির্দেশ দেওয়া হয়েছে।

জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, ঘূর্ণিঝড় ‘রেমাল’ মোকাবেলায় ১৬৯টি আশ্রয় কেন্দ্রসহ ৮৮৭টি শিক্ষা প্রতিষ্ঠান ব্যবহার উপযোগী করা হচ্ছে। এছাড়া ৬ হাজার স্বেচ্ছাসেবক প্রস্তুত রাখা হয়েছে জরুরী কাজে অংশগ্রহণের জন্য। জরুরী ত্রাণকার্যে ব্যবহারের জন্য রয়েছে ৫ লাখ ২৫ হাজার টাকা।

(আরকে/এসপি/মে ২৩, ২০২৪)

পাঠকের মতামত:

১৬ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test