E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

ইয়াবা সরবরাহ করতে এসে জয়পুরহাটের দম্পতি ধরা খেয়েছে দিনাজপুরে

২০২৪ মে ২৩ ২০:২৫:৫৪
ইয়াবা সরবরাহ করতে এসে জয়পুরহাটের দম্পতি ধরা খেয়েছে দিনাজপুরে

শাহ্ আলম শাহী, দিনাজপুর : বাসের যাত্রী সেজে জয়পুরহাট থেকে ইয়াবা সরবরাহ করতে দিনাজপুরে ধরা খেয়েছে এক দম্পতি। বৃহস্পতিবার ( ২৩ মে) দুপুরে দিনাত শশরা ইউনিয়নের জালিয়াপাড়া এলাকায় একটি পাম্পের সামনে থেকে তাদের আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এসময় আটক স্ত্রী ব্যাগে ও তার স্বামীর প্যান্টের পকেটে লুকিয়ে রাখা ১ হাজার ৫০০ পিস ইয়াবা জব্দ করা হয়েছে।

আটককৃত শাহাদাত হোসেন জয়পুরহাট জেলা সদরের সানোয়ার হোসেনের ছেলে। আটক জান্নাতুন ফেরদৌসী শাহাদাত হোসেনের স্ত্রী। আটককৃতদের বিরুদ্ধে দিনাজপুর কোতয়ালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বিকেলে আদালতের মাধ্যমে জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ডিএনসি দিনাজপুর জেলা কার্যালয়ের উপপরিচালক মোঃ শহিদুল মান্নাফ কবীর।

তিনি জানিয়েছে,'যাত্রী সেজে মাদককারিবারি স্বামী-স্ত্রী ইয়াবার একটি চালান দিনাজপুরে সরবরাহের করতে আসে।গোপন সংবাদের ভিত্তিতে ডিএনসির একটি চৌকস দল দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কে জালিয়াপাড়া রোডে চেক পোস্ট বসিয়ে একটি বাসে তল্লাশি চালিয়ে তাদের আটক করতে সক্ষম হয়।এসময় তাদের কাছ থেকে ১৫০০ পিস ইয়াবা জব্দ করা হয়।পরে জানা যায়, তারা স্বামী-স্ত্রী ।

তিনি বলেন, মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে।

(এসএএস/এএস/মে ২৩, ২০২৪)

পাঠকের মতামত:

১৬ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test