E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

গোপালগঞ্জে ২ দিনব্যাপী জাতীয় বিজ্ঞান মেলা ও জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড শুরু

২০২৪ মে ২৪ ১৬:৫১:৫৫
গোপালগঞ্জে ২ দিনব্যাপী জাতীয় বিজ্ঞান মেলা ও জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড শুরু

গোপালগঞ্জ প্রতিনিধি : বিজ্ঞান ও প্রযুক্তি, উদ্ভাবনেই সমৃদ্ধি-এই শ্লোগানে গোপালগঞ্জে আজ শুক্রবার থেকে ২ দিনব্যাপী জাতীয় বিজ্ঞান মেলা ও জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড শুরু হয়েছে।

৪৫তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড ২০২৪ উপলক্ষে গোপালগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে এ মেলার আয়োজন করা হয়েছে।

গোপালগঞ্জ জেলা প্রশাসন স্কুল এন্ড কলেজে আয়োজিত এ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোঃ আজাহারুল ইসলাম। গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মহসিন উদ্দীন উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতি ত্বকরেন।

মেলায় বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীরা ১২টি স্টলে তাদের প্রযুক্তিগত উদ্ভাবন প্রদর্শন করছে।

(টিবি/এসপি/মে ২৪, ২০২৪)

পাঠকের মতামত:

১৭ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test