E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

ফরিদপুরে ছাত্রদলের কর্মিসভা থেকে জেলা ছাত্রদল সভাপতি গ্রেপ্তার

২০২৪ মে ২৪ ২০:০৯:৪০
ফরিদপুরে ছাত্রদলের কর্মিসভা থেকে জেলা ছাত্রদল সভাপতি গ্রেপ্তার

রিয়াজুল রিয়াজ, ফরিদপুর : ফরিদপুরে ছাত্রদলের কর্মিসভা চলাকালে জেলা ছাত্রদল সভাপতি আদনান হোসেন অনুকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটার দিকে শহরের গোয়ালচামট এলাকার বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পৌর মিলনায়তন থেকে এই গ্রেফতারের ঘটনা ঘটে।

ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সালাহউদ্দিন বলেন, ২০২২ সালের ৪ জুলাই ফরিদপুর সদরের বায়তুল আমান এলাকায় সবুজ মোল্লা (২৮) নামের এক তরুণকে হত্যা করা হয়। ওই হত্যা মামলার এজাহারভুক্ত আসামি আদনান হোসেন অনু। তাঁকে ওই হত্যা মামলায় গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার ফরিদপুরের কোতয়ালি থানা পুলিশ তাঁর গ্রেফতারের খবরটি নিশ্চিত করেছে।

ফরিদপুর বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পৌর মিলনায়তনে বৃহস্পতিবার সকালে প্রথমে ফরিদপুর মহানগর ছাত্রদল ও বিকেলে জেলা ছাত্রদলের কর্মিসভা অনুষ্ঠিত হয়। বিকেলের সভায় সভাপতিত্ব করার কথা ছিল জেলা ছাত্রদলের সভাপতি আদনান হোসেন অনু'র।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল চারটার কিছুক্ষণ পর আনদান হোসেন অনু উক্ত মিলনায়তনে এসে ঢুকলে ফরিদপুর কোতোয়ালি থানার একদল পুলিশ মিলনায়তনস্থল ঘিরে ফেলে।

বিকেল সাড়ে চারটার দিকে আদনান হোসেনকে পুলিশ সদস্যরা নিয়ে যাওয়ার চেষ্টা করলে জেলা বিএনপি ও জেলা ছাত্রদলের নেতাকর্মী বাধা দেন। এ সময় জেলা বিএনপির সদস্যসচিব এ কে কিবরিয়া স্বপনের সঙ্গে পুলিশের বাদানুবাদ হয়।

পুলিশ সদস্যরা জেলা ছাত্রদল নেতাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসেন।

এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে জেলা বিএনপির সদস্যসচিব এ কে কিবরিয়া স্বপন বলেন, পুলিশ জানিয়েছে আদনান একটি হত্যা মামলার আসামি। তবে পুলিশ ওই সময় আমাদের কোনো গ্রেপ্তারি পরোয়ানা দেখাতে পারেনি। পুলিশ চাইলে অন্য জায়গা থেকেও তাঁকে গ্রেপ্তার করতে পারত। উদ্দেশ্যমূলকভাবে কর্মিসভা থেকে আমাদের জেলা ছাত্রদল নেতাকে গ্রেপ্তার করা হয়েছে, যাতে জেলা ছাত্রদলের আয়োজন বাধাগ্রস্ত হয়।

থানা-পুলিশ জানায়, ২০২২ সালের ৪ জুলাই রাতে ফরিদপুর পৌরসভার এ এফ মজিবর রহমান সড়কে বায়তুল আমান বটতলা এলাকায় মোটরসাইকেলে করে বাড়ি ফেরার সময় দুর্বৃত্তরা সবুজ মোল্লাকে কুপিয়ে হত্যা করে। হামলাকারীরা সবুজের বাঁ হাত কনুইয়ের নিচ থেকে কেটে নিয়ে যায়। ৬ জুলাই নিহত সবুজের বাবা শহীদ মোল্লা বাদী হয়ে ফরিদপুর কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা করেন। এ মামলায় জেলা ছাত্রদলের সভাপতি আদনান হোসেনসহ ছাত্রদল ও ছাত্রলীগের নেতাসহ ১০ জনের নাম উল্লেখ করা হয়। এ ছাড়া অজ্ঞাত পরিচয় আরও ৮–১০ জনকে আসামি করা হয়।

মামলাটির এখনো তদন্ত করছে পুলিশ।

এদিকে, ফরিদপুর জেলা ছাত্রদলের নেতা-কর্মীরা এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় কর্মিসভা থেকে জেলা ছাত্রদলের সভাপতির গ্রেফতারকে একটি গোষ্ঠীর সাজানো ষড়যন্ত্র বলে আখ্যায়িত করেছেন।

(আরআর/এএস/মে ২৪, ২০২৪)

পাঠকের মতামত:

১৭ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test