E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

শ্রীনগরে ভাইস চেয়ারম্যান প্রার্থী এড.কামরুল হাসানের উঠান বৈঠক অনুষ্ঠিত

২০২৪ মে ২৫ ১২:৫১:০৫
শ্রীনগরে ভাইস চেয়ারম্যান প্রার্থী এড.কামরুল হাসানের উঠান বৈঠক অনুষ্ঠিত

শ্রীনগর প্রতিনিধি : আসন্ন ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে শ্রীনগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রার্থী এড. মো: কামরুল হাসানের উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। 

নিয়মিত প্রচারণার অংশ হিসেবে তিনি শুক্রবার তন্তর ইউনিয়নের পানিয়ায় ৪ ও ৫ নং ওয়ার্ডবাসীর আয়োজিত উঠান বৈঠকে উপস্থিত ছিলেন। এর আগে দুপুরে বাঘড়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ চালিয়েছেন ভাইস চেয়ারম্যান প্রার্থী এড. মো: কামরুল হাসান । তিনি টিউবওয়েল প্রতীক নিয়ে নির্বাচনের মাঠে প্রতিদ্বন্দ্বীতা করছেন। তফসিল ঘোষণার পর থেকে তিনি তার কর্মীদের সাথে নিয়ে নির্বাচনী এলাকার গ্রামগঞ্জের বিভিন্ন পাড়া-মহল্লায় ভোটারদের দোরগোড়ায় ছুটে চলেছেন। যা অব্যাহত আছে বলে জানিয়েছেন তিনি।

মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর উপজেলা পরিষদ ১৪ টি ইউনিয়ন নিয়ে গঠিত। আগামী ২৯ মে ৩য় ধাপে শ্রীনগর উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

আসন্ন শ্রীনগর উপজেলা পরিষদ নির্বাচন-২০২৪ বিষয়ে ভোটারদের উদ্দেশ্যে ভাইস চেয়ারম্যান প্রার্থী এড. মো: কামরুল হাসান বলেন, আমার দীর্ঘ দিনের লালিত স্বপ্ন আমি নিজেকে জনসেবায় নিয়োজিত করব। আর উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করা এর একটি অন্যতম কারন। আমার নির্বাচনী এলাকা শ্রীনগরে নিয়মিত গণসংযোগে আমি ভোটারদের পক্ষ থেকে ব্যাপক সাড়া পাচ্ছি। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আগামী ২৯ মে ভোট গ্রহণের দিন আমার টিউবওয়েল প্রতীকে ভোট দিয়ে আমাকে জন সেবার সুযোগ করে দিবেন বলে আমি আশাবাদি।

(এআই/এএস/মে ২৫, ২০২৪)

পাঠকের মতামত:

১৭ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test