E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

নড়াইলে যুবলীগের সম্মেলন ঘিরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা

২০২৪ মে ২৫ ১৭:০৭:১৬
নড়াইলে যুবলীগের সম্মেলন ঘিরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা

রূপক মুখার্জি, নড়াইল : আগামী ২৮ মে নড়াইল জেলা যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন সফল করার লক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে শহরের পালকি কমিউনিটি সেন্টারে জেলা যুবলীগের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

নড়াইল জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক ফরহাদ হোসেনের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট মোঃ গাউছুল আজম মাসুমের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন যুবলীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারন সম্পাদক সুব্রত কুমার পাল, বিশেষ অতিথি যুবলীগ কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক জয়দেব নন্দী, দপ্তর সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান মাসুদ, আন্তজার্তিক বিষয়ক সম্পাদক কাজী সরোয়ার হোসেন প্রমুখ।

সভায় প্রধান অতিথিসহ অন্যান্য বক্তারা জানান, আগামী ২৮মে নড়াইল সরকারী ভিক্টোরিয়া কলেজের সুলতান মঞ্চ চত্ত্বরে জেলা যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনের উদ্বোধন করবেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ। প্রধান অতিথি থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম এমপি। প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ মাইনুল হোসেন খান নিখিল এমপি।

সুষ্ঠু ভাবে সম্মেলনের মাধ্যমে একটি যোগ্য কমিটি উপহার দেয়া হবে বলে বক্তারা জানান। মতবিনিময় সভায় সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে নেতৃবৃন্দের সহযোগিতার পাশাপাশি একটি সুন্দর কমিটি গঠনের জন্য উপস্থিত নেতৃবৃন্দের কাছে মতামত ব্যক্ত করেন সাংবাদিক নেতৃবৃন্দরা।

(আরএম/এসপি/মে ২৫, ২০২৪)

পাঠকের মতামত:

১৭ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test