E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

এপেক্স ক্লাব অব মাগুরার ১৬তম পালা বদল অনুষ্ঠান

২০২৪ মে ২৫ ১৭:৩২:০২
এপেক্স ক্লাব অব মাগুরার ১৬তম পালা বদল অনুষ্ঠান

মাহমুদ ফজল, মাগুরা : এপেক্স ক্লাব অব মাগুরার ১৬তম পালা বদল অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সকাল ১১ টায় মাগুরা মেন্টর স্কুলে কোরআন তেলাওয়াত, জাতীয় সংগীত ও শপথের মধ্যে দিয়ে এ পালাবদল অনুষ্ঠান শুরু হয়।

এ অনুষ্ঠানের মাধ্যমে পূর্বের সভাপতি বর্তমান সভাপতিকে তার দায়িত্বভার হস্তান্তর করে। বর্তমান সভাপতির দায়িত্বভার গ্রহণ করেন এপেক্সিয়ান আরিফ আহমেদ প্রদীপ ও সাধারণ সম্পাদক হন মেহেদী হাসান।

এপেক্সিয়ান তারিকুজ্জামান মুকুলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এপেক্স ক্লাব অফ বাংলাদেশের আইপিডিজি ৬ এপেক্সিয়ান রেজাউল করিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডি এস ৬ এপেক্সিয়ান হারুন অর রশিদ।

এ সময় নতুন সভাপতি আরিফ আহমেদ বলেন, এপেক্স ক্লাব সব সময় মানবতার জন্য কাজ করে। সবার সহযোগিতা পেলে এপেক্স ক্লাব অব মাগুরার কার্যক্রমকে আরো গতিশীল ও বেগবান করব। এ সময় এপেক্স ক্লাব অব মাগুরা সদস্যরা ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

(এফএম/এসপি/মে ২৫, ২০২৪)

পাঠকের মতামত:

১৭ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test