E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

ফরিদপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ‌ক্যাম্পেইন উপলক্ষে ওরিয়েন্টেশন সভা

২০২৪ মে ২৫ ১৮:০৩:০৫
ফরিদপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ‌ক্যাম্পেইন উপলক্ষে ওরিয়েন্টেশন সভা

রিয়াজুল রিয়াজ, ফরিদপুর : ফরিদপুর সিভিল সার্জন অফিসের উদ্যোগে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে জেলা পর্যায়ে সাংবাদিকদের সঙ্গে এক ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার সকাল সাড়ে ১১ টার ফরিদপুর সদর হাসপাতালের তৃতীয় তলায় এই ওরিয়েন্টেশন সভার ‌আয়োজন করা হয়।

ফরিদপুরের সিভিল সার্জন ‌ ডাক্তার মো. সিদ্দিকুর রহমান-এর সভাপতিত্বে এসময় ফরিদপুরে দেশের বিভিন্ন মিডিয়ায় কর্মরত সংবাদকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে জানানো হয় আগামী ১ জুন ১ দিন জাতীয়ভাবে 'ভিটামিন এ গ্লাস' ক্যাম্পেইন দেশব্যাপি পালিত হবে।

১ জুন ফরিদপুর জেলায় মোট ১৮৮৭টি টিকাদান কেন্দ্রে ৬ মাস থেকে ১১ মাস বয়সী সকল শিশুকে একটি নীল রং এর ভিটামিন এ (১ লক্ষ আইইউ) খাওয়ানো হবে এবং ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী সকল শিশুকে একটি লাল রং এর 'ভিটামিন এ' (২ লক্ষ আইইউ) খাওয়ানো হবে।

জাতীয় ভিটামিন 'এ' গ্লাস ক্যাম্পেইন সফল বাস্তবায়নের জন্য ফরিদপুর জেলার স্বাস্থ্য বিভাগের ব্যাপক প্রচারনার মাধ্যমে অভিভাবকদেরকে সচেতন করা হয়েছে। সমাজের গন্যমাণ্য ব্যক্তিবর্গ কে সচেতনতার লক্ষ্যে অবহিতকরণ সভা করা হয়েছে। মসজিদে মসজিদে মুসল্লীদের উদ্দেশ্যে প্রচারের জন্য স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে ইমাম সাহেবদেরকেও অবহিত করা হয়েছে। এ কাজে সক্রিয় ভাবে সহযোগিতা করার জন্য সংশ্লিষ্ট সকল সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে পত্র প্রেরন করা হয়েছে। ফরিদপুর জেলার মোট জন সংখ্যা ২৩,৭১,৫০০ জন (ইপিআই তথ্য '২০২৪ অনুযায়ী)। যার মধ্যে শিশুর সংখ্যা ৬ মাস থেকে ১১ মাস বয়সী শিশু- ৪৪,৬৮৫ জন ও ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশু-২,৪১,৬৮৫ জান।

এই ক্যাম্পেইনের আওতায় ফরিদপুর জেলায় সর্বমোট শিশু ২,৮৬,৩৭০ জন। এছাড়া ফরিদপুরের মোট উপজেলা ৯ টি উপজেলায় পৌরসভা ৬ টি, মোট ইউনিয়ন সংখ্যা ৮১ টি, মোট ওয়ার্ডের সংখ্যা ২৪৩টি। এই জেলার টিকাদান কেন্দ্রের সংখ্যা স্থায়ী কেন্দ্র ১০ অতিরিক্ত কেন্দ্র ১৫ ওআউটরিচ কেন্দ্র ১৮৭৭ টি সহ সর্বমোট টিকা দান কেন্দ্রের সংখ্যা ১৯০১ টি। জেলায় প্রয়োজনীয় কর্মীর সংখ্যা ৩৮৩৮ জন।

সভায় আগামী ১ জুন তারিখে ফরিদপুর জেলার ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের আওতায় থাকা সকল শিশুকে ভিটামিন এ খাওয়ানোর জন্য অবিভাবকদের প্রতি আহ্বান জানানো হয়।

(আরআর/এসপি/মে ২৫, ২০২৪)

পাঠকের মতামত:

১৭ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test