চাকুরী দেওয়ার কথা বলে ২৪ লাখ টাকা নিয়ে ৩ জনকে হত্যা

স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল : টাঙ্গাইলের ঘাটাইল, গোপালপুর ও জামালপুরের তিন যুবককে সেনাবাহিনীতে চাকুরি দেওয়ার কথা বলে ২৪ লাখ টাকা নিয়েছিলেন চাকুরিচ্যূত সেনা সদস্য মো. কনক। কিন্তু কাউকে চাকুরি দিতে পারেননি। যাতে টাকা ফেরত দিতে না হয়- সেজন্য তিনজনকেই হত্যার পরিকল্পনা করেন তিনি। পরে এক সহযোগীকে নিয়ে তিনজনকেই শ্বাসরোধে হত্যা করে মরদেহ গুম করেন চাকুরিচ্যূত সেনা সদস্য মো. কনক।
তিনি টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার মুশুদ্দি দক্ষিণ পাড়ার তালেব আলীর ছেলে। কনক ঢাকা সেনানিবাসে সৈনিক পদে চাকুরি করতেন, পরে তাকে চাকরিচ্যূত করা হয়। তিন যুবককে হত্যার কথা স্বীকার করে বুধবার (১৭ জুলাই) বিকালে আদালতে জবানবন্দি দিয়েছেন কনক। টাঙ্গাইলের অতিরিক্ত সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মিনহাজ উদ্দিন ফরাজি তার জবানবন্দি লিপিবদ্ধ করেন। পরে আদালত তাকে জেল হাজতে পাঠিয়ে দেন।
হত্যার শিকার তিন যুবক হচ্ছেন- টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার রসুলপুর গ্রামের আব্দুল আজিজের ছেলে সামাদ সজীব(১৮), গোপালপুর উপজেলার মজিদপুর গ্রামের নাসিম উদ্দিনের ছেলে আতিক হাসান (১৮) এবং জামালপুর সদর উপজেলার জুনায়েদপাড়া গ্রামের ঠাণ্ডা মিয়ার ছেলে মো. রাহাদ হোসেন ওরফে উজ্জ্বল (১৮)।
পুলিশ জানায়, নিহতদের মধ্যে সামাদ সজীবের মরদেহ গত ১ ফেব্রুয়ারি বাসাইল উপজেলার পাটখাগুড়ি গ্রামের বঙ্গবন্ধু সেতু-ঢাকা মহাসড়কের পাশের ভুট্টা ক্ষেত থেকে উদ্ধার করা হয়। আতিক হাসানের মরদেহ গত ৩ মার্চ উদ্ধার করা হয় মধুপুর গড় এলাকার একটি আনারস বাগান থেকে। এবং সর্বশেষ ১২ মার্চ রাহাত হোসেন উজ্জ্বলের মরদেহ বঙ্গবন্ধু সেতুর পূর্ব প্রান্তের সংযোগ সড়কের পাশে মীরহামজানি গ্রামের একটি বালুর স্তুপ থেকে উদ্ধার করা হয়।
তিনজনের মরদেহ উদ্ধারের পর পরিচয় না পেয়ে সংশ্লিষ্ট থানা পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করে। এতে অজ্ঞাত ব্যক্তিদের আসামি করা হয়। পরিচয়বিহীন মরদেহ হিসেবে তাদের দাফন করে পুলিশ। তিনটি মামলারই তদন্ত করছে টাঙ্গাইল পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
এদিকে, বুধবার (১৭ জুলাই) সন্ধ্যায় টাঙ্গাইলের পুলিশ সুপার মো. গোলাম সবুর তার কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে জানান, নিহত ওই তিন যুবককে সেনাবাহিনীতে চাকুরি দেওয়ার কথা বলে প্রত্যেকের কাছ থেকে আট লাখ টাকা করে নেন কনক। কিন্তু পরে তাদের চাকুরি দিতে পারেননি তিনি। আর ঘুষের টাকা ফেরত দেওয়ার ভয়ে ওই তিনজনকে হত্যার পরিকল্পনা করেন কনক।
পরিকল্পনার অংশ হিসেবে সজীবকে চাকুরিতে যোগদানের কথা বলে কনক গত ৩১ জানুয়ারি তার টাঙ্গাইল শহরের আটপুকুরপাড় এলাকার বাসায় নিয়ে যান। পরে একজনের সহযোগিতায় রাতে শ্বাসরোধে তাকে হত্যা করেন কনক। হত্যার পর মোটরসাইকেলে কনক ও তার সহযোগী হেলমেট পরিয়ে সজীবের মরদেহ মাঝখানে বসিয়ে মহাসড়কের পাশে একটি ভুট্টা ক্ষেতে ফেলে দেন। পরে মোটরসাইকেল থেকে পেট্রোল ঢেলে সজীবের শরীরে আগুন ধরিয়ে দেওয়া হয়। পরে বাসাইল থানার পুলিশ ৪ ফেব্রুয়ারি ওই মরদেহ উদ্ধার করে।একইভাবে গত ২ মার্চ গোপালপুরের মজিদপুর গ্রামের আতিক হাসানকে চাকুরিচ্যূত সেনা সদস্য মো. কনক ও তার সহযোগী মধুপুর গড়ের পীরগাছা রাবার বাগান এলাকায় নিয়ে যান। সেখানে স্থানীয় এক পাহাড়ি ব্যক্তির বাড়িতে তারা মদ্যপান করেন। আতিক হাসান মাতাল হয়ে যান। পরে রাত সাড়ে ৮টার দিকে তাকে পার্শ্ববর্তী একটি আনারস বাগানে নিয়ে শ্বাসরোধে হত্যা করে একইভাবে মরদেহে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। পরদিন মধুপুর থানা পুলিশ অজ্ঞাত পরিচয় হিসেবে ওই মরদেহ উদ্ধার করে।
পরদিন ৩ মার্চ চাকুরিতে যোগদানের জন্য উজ্জ্বলের বাবার কাছে খবর পাঠান মো. কনক। ওই দিন উজ্জ্বলের বাবা টাঙ্গাইল শহর বাইপাস এলাকায় এসে কনকের কাছে তার ছেলে উজ্জ্বলকে দিয়ে যান। পরে উজ্জ্বলকে নিজের আটপুকুরপাড় বাসায় নিয়ে গলা টিপে হত্যা করেন কনক ও তার সহযোগী। পরে মরদেহ হেলমেট পড়িয়ে মোটরসাইকেলে বসিয়ে বঙ্গবন্ধু সেতুর পূর্ব প্রান্তের সংযোগ সড়কে নিয়ে যান। সেখানে রাস্তার পাশে চারলেন কাজের জন্য রাখা বালুর স্তূপের নিচে মরদেহ চাপা দিয়ে রাখেন। গত ১২ মার্চ মরদেহটি পুলিশ উদ্ধার করে।
পুলিশ সুপার জানান, তিন যুবকের খোঁজ না পেয়ে তাদের পরিবারের সদস্যরা বিষয়টি সেনা কর্তৃপক্ষকে জানালে সো. কনকের চাকুরি চলে যায়। এদিকে সজীবের বাবা বাদী হয়ে কনকসহ পাঁচজনের নামে টাঙ্গাইল আদালতে একটি মামলা করেন। আদালতের নির্দেশে গত ১ জুন মামলাটি ঘাটাইল থানায় তালিকাভুক্ত করা হয়।
অপরদিকে নিহত আতিক হাসানের বাবা বাদী হয়ে কনকসহ চারজনের নামে গোপালপুর থানায় গত ২১ জুন একটি মামলা করেন। উজ্জ্বলের বাবা বাদী হয়ে কনকের নামে গত ১৪ এপ্রিল জামালপুর সদর থানায় আরও একটি মামলা করেন।
ঘাটাইল থানার মামলাটি তদন্তকালে পুলিশ জানতে পারে- জামালপুর সদর থানায় দায়ের করা মামলায় কনক কিছুদিন আগে গ্রেপ্তার হয়েছেন। তিনি জামালপুর কারাগারে আছেন।
ঘাটাইল থানার অফিসার ইনচার্জ(ওসি) আবু ছালাম মিয়া জানান, আদালতের মাধ্যমে আসামি কনককে ঘাটাইল থানায় সজীবের বাবার করা মামলায় গ্রেপ্তার দেখানো হয়। পরে জিজ্ঞাসাবাদের জন্য তার রিমান্ড চেয়ে গত মঙ্গলবার(১৬ জুলাই) আদালতে আবেদন করা হয়। আদালত দুদিনের রিমান্ড মঞ্জুর করেন। মঙ্গলবার রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের সময় কনক তিন যুবককে হত্যার কথা স্বীকার করেন। তিনি এক সহযোগীর নামও বলেন। তদন্তের স্বার্থে পুলিশ তার সহযোগীর নাম প্রকাশ থেকে বিরত থাকে।
পুলিশ সুপার মো. গোলাম সবুর জানান, পরে মো. কনক আদালতে জবানবন্দি দিতে সম্মত হন। বুধবার টাঙ্গাইলের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তাকে হাজির করা হয়। তিনি তিনটি হত্যাকা-ের বর্ণনা দিয়ে জবানবন্দি দেন।কনকের স্বীকারোক্তির উদ্ধৃতি দিয়ে পুলিশ সুপার জানান, তিনি চাকরি দেওয়ার কথা বলে যে ২৪ লাখ টাকা নিয়েছিলেন- তার মধ্যে নয় লাখ টাকা তার সহযোগীকে দিয়েছেন এবং বাকি টাকা অনলাইনে জুয়া খেলে হেরেছেন।
(এসএএম/এএস/জুলাই ১৮, ২০২৪)
পাঠকের মতামত:
- ষোল আনাই মিছে
- নিমে নিরাময় হয় যে সব রোগের
- আ.লীগ কর্মীদের প্রশিক্ষণ দেওয়ার অভিযোগে সেনা হেফাজতে মেজর সাদিক
- জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ
- করোনায় আরও একজনের মৃত্যু
- সাপুড়ের প্রাণ নেয়া সাপটিকে কাঁচা চিবিয়ে খেলো আরেক সাপুড়ে
- চাটমোহরে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে ওরিয়েন্টেশন সভা
- ‘আমার স্ত্রী পুতিনকে পছন্দ করেন’
- চাটমোহরে যুবদল নেতার নের্তৃত্বে ব্যাংকে হামলা-ভাঙচুর, ম্যানেজার আহত
- গোপালগঞ্জ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দুই বিভাগের শিক্ষার্থীদের সংঘর্ষ
- ফরিদপুরে প্রতিপক্ষকে কোপানোর অভিযোগে সেনা সদস্যের নামে থানায় অভিযোগ
- ৯ দিনেও জিল্লুর রহমানের টিকি স্পর্শ করতে পারেনি প্রশাসন
- বাগেরহাটে সংসদীয় আসন কমানোর প্রস্তাব ইসির, জেলাজুড়ে তীব্র ক্ষোভ
- পাংশায় বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন ফরম বিতরণ
- ফরিদপুরে ইজিবাইক চালক হত্যায় ৫ জনের মৃত্যুদণ্ড
- সুন্দরবনে কোষ্টগার্ড’র অভিযানে একনলা বন্দুক ও কার্তুজ উদ্ধার
- ৩৪ জন শিক্ষার্থী পেলেন সনদ, ক্রেস্ট ও অর্থ পুরস্কার
- র্যাব-ট্রাফিকের যৌথ অভিযান: ৩০ মামলা, জরিমানা আদায়
- ডিসি ইকোপার্ক ডিজাইন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
- নাটোরে ৬ লক্ষ টাকার চায়না জাল ধ্বংস
- ‘আগামী ৫-৬ দিন খুবই গুরুত্বপূর্ণ’
- নাটোরে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ১
- হত্যার উদ্দেশ্যে হামলা, দোষীদের বিচারের দাবিতে মানববন্ধন
- জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে গোপালগঞ্জে প্রতীকী ম্যারাথন
- রাজৈর ভ্যান চালকের লাশ উদ্ধার
- ‘কোন মানুষ অর্থের কাছে চিকিৎসায় হেরে যাবে না, সবাই বাঁচবে’
- রাজশাহীতে ট্রাকচাপায় প্রাণ গেল ৩ মোটরসাইকেল আরোহীর
- ঝিনাইদহে সংঘর্ষে আওয়ামী লীগ কর্মী নিহতের ঘটনায় এখনও মামলা হয়নি
- প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি, বিএনপি নেতা চাঁদের নামে মামলা
- প্রজন্মের কাছে এক মুক্তিযোদ্ধার খোলা চিঠি
- মা
- ঝিনাইদহে বজ্রপাতে মৃত দুই কৃষক পরিবারকে তারেক রহমানের মানবিক সহায়তা প্রদান
- নিমে নিরাময় হয় যে সব রোগের
- পারিবো না
- অতিরিক্ত ঠান্ডায় ঠাকুরগাঁওয়ে বেড়েছে শিশু রোগীর সংখ্যা
- লক্ষ্মীপুরে গুলিবিদ্ধ ছাত্রলীগ নেতার মৃত্যু
- রোহিঙ্গাদের জোরপূর্বক সামরিক বাহিনীতে অন্তর্ভুক্ত করছে জান্তা
- লক্ষ্মীপুরে বাংলা নববর্ষ উদযাপন
- নৌকার পক্ষে সমর্থন জানানেল এডভোকেট আব্দুল মতিন
- লক্ষ্মীপুরে দোকান ঘর বিক্রির নামে হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা
- রুমা-থানচিতে ব্যাংক ডাকাতি: ১৭ নারীসহ ৫২ জন রিমান্ডে
- মহুয়া বনে
- সাংবাদিক নাদিম হত্যার প্রতিবাদে শেরপুরে প্রতিবাদ সমাবেশ
- ষোল আনাই মিছে
- রামগঞ্জে ইমতিয়াজ ও রায়পুরে অধ্যক্ষ মামুন উপজেলা চেয়ারম্যান নির্বাচিত