E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

১১ দফা দাবিতে মাদারীপুরে পুলিশের বিক্ষোভ 

২০২৪ আগস্ট ০৭ ১৭:২৯:৩৯
১১ দফা দাবিতে মাদারীপুরে পুলিশের বিক্ষোভ 

মাদারীপুর প্রতিনিধি : সারা দেশের সাথে মাদারীপুরেও পুলিশের কর্মবিরতি চলছে। এসময় তারা বিক্ষোভ সমাবেশও করেছেন।

বুধবার (৭ আগস্ট) দুপুরে মাদারীপুর পুলিশ লাইন্সের প্রধান গেটের সামনে জেলার কর্মরত পুলিশ সদস্যরা এই বিক্ষোভ সমাবেশ করেছেন। এ সময় পুলিশ সদস্যরা ১১ দফা দাবি তুলে ধরেন।

পুলিশ সদস্যরা জানান, চলমান ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে পুলিশ হত্যাসহ সকল পুলিশি স্থাপনায় ধ্বংসযজ্ঞ চালানো ব্যক্তিদের চিহ্নিত করে অতিদ্রুত বিচারের আওতায় আনতে হবে। আমরা চাই একটি নিরপেক্ষ এবং যুগোপযোগী পুলিশ বাহিনী দেশে গড়ে উঠুক। আমরা চাই “পুলিশই জনতা, জনতাই পুলিশ” এর বাস্তবায়ন। আমরা চাই দেশ সংস্কারের সাথে সাথে পুলিশ বাহিনীর সংস্কার হোক। আমাদের এই কর্মবিরতী আন্দোলন শুধুমাত্র ফেসিবাদী অফিসারদের বিরুদ্ধে। যারা নিজের স্বার্থ হাসিলের জন্য আমাদের ব্যবহার করেছেন।

(এএসএ/এসপি/আগস্ট ০৭, ২০২৪)

পাঠকের মতামত:

৩০ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test