E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ভৈরবে পাদুকা সেক্টরে বিতরণ চ্যানেল অ্যাক্টরদের দক্ষতা উন্নয়নে মতবিনিময় সভা

২০২৪ আগস্ট ২১ ১৭:৫৫:১৯
ভৈরবে পাদুকা সেক্টরে বিতরণ চ্যানেল অ্যাক্টরদের দক্ষতা উন্নয়নে মতবিনিময় সভা

সোহেল সাশ্রু, কিশোরগঞ্জ : ভৈরবে পাদুকা সেক্টরে বিতরণ চ্যানেল অ্যাক্টরদের দক্ষতা উন্নয়ন শীর্ষক উপ-প্রকল্পের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার সকালে উপজেলা পরিষদ সভা কক্ষে পপি, দাতা সংস্থা সুইসকন্ট্যাক্ট এর প্রবৃদ্ধি প্রকল্পের সহযোগিতায় এ সভা অনুষ্ঠিত হয়। 

ভৈরব পৌর মেয়র আলহাজ্ব মো. ইফতেখার হোসেন বেনু’র সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভৈরব উপজেলা পরিষদ চেয়্যারম্যান আবুল মনসুর।

এছাড়া প্রকল্পের সমন্বয়কারী মো. বাবুল হোসেন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা যুব উন্নয়ন অফিসার জলি বদন তৈয়বা, উপজেলা সমবায় অফিসার রুবাইয়া খাতুন, পাদুকা কারখানা মালিক সমবায় সমিতি লিমিটেড এর সভাপতি আল-আমিন মিয়া ও প্রবৃদ্ধি প্রকল্পের সুইস কন্ট্যাক্টের এলইডি কোঅর্ডিনেটর আসাফ উদ-দৌলা আশিকসহ ভৈরব পাইকারী পাদুকা মার্কেটের ব্যবসায়ী মো. রাজু মিয়া, মিজান কাজীসহ অন্যান্যরা।

সভায় বক্তারা বলেন, ভৈরব পাদুকা সেক্টর একটি সম্ভাবনাময় শিল্প। এ শিল্পের উন্নয়নে পপি ও সুইসকন্ট্যাক্ট বিভিন্ন প্রকল্পের মাধ্যমে সহযোগিতা করে আসছে। মানসম্মত পাদুকা উৎপাদন ও সঠিক বাজার ব্যবস্থাপনা মাধ্যমে এ শিল্প আগামী দিনে আরও প্রসার লাভ করবে আর এর জন্য দরকার সকলের সহযোগিতা।

এসময় প্রকল্পের মাধ্যমে ভৈরবের পাইকারী পাদুকা বিক্রেতাদের পাদুকার মার্কেটিং, সেলস, ব্যবস্থাপনা ও যোগাযোগ এবং ব্যবসয়িক হিসাব-নিকাশ সঠিকভাবে পরিচালনা প্রভৃতি বিষয়ে দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ ও বাজার সম্প্রসারণে কারিগরী সহযোগিতা প্রদানসহ বিভিন্ন কর্মকান্ড বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করা হয়।

(এসএস/এসপি/আগস্ট ২১, ২০২৪)

পাঠকের মতামত:

৩০ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test