E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ভৈরব থানার কার্যক্রম শুরু

২০২৪ আগস্ট ২২ ১৩:৫৮:২৩
ভৈরব থানার কার্যক্রম শুরু

সোহেল সাশ্রু, কিশোরগঞ্জ : ভৈরব থানার কার্যক্রম শুরু হয়েছে। ২১ আগস্ট  বুধবার সন্ধ্যা ৬টায় সেনাবাহিনীর সহযোগিতায় ভৈরব থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. সফিকুল ইসলাম এ কার্যক্রম শুরু করেন। যদিও এর আগে ৯ আগস্ট শুক্রবার থানার অস্থায়ী কার্যালয় উদ্বোধন করা হয় শহীদ আইভি রহমান স্টেডিয়ামের অফিস কক্ষে। ওইদিন অস্থায়ী কার্যক্রমের উদ্বোধন করেন মেজর জেনারেল মোহাম্মদ মাসিহুর রহমান।

গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর থমকে যায় ভৈরব থানার কার্যক্রম। ওইদিন ভৈরব থানায় দুর্বৃত্তরা হামলা করে লুটপাট ও অগ্নিসংযোগ করে। আতঙ্কে গা- ঢাকা দেন ভৈরব থানায় কর্মরত সকল পুলিশ সদস্য। অগ্নিসংযোগের ফলে থানার দেওয়ালের প্লাষ্টার, স্যানিটেশন ব্যবস্থা, বিদ্যুত ব্যবস্থা, দরজা-জানালা, মালখানা, হাজতিদের রাখার জায়গাসহ আসবাবপত্র কিছুই ছিলো না।

সেনাবাহিনীর অক্লান্ত পরিশ্রমে থানার দেওয়ালের প্লাষ্টারসহ সার্বিক কাজ গুছিয়ে আনা হয়েছে। এসব কাজের মধ্যে একটি অংশের সহযোগিতা করেন ভৈরব চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি। ভৈরব চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি থেকে আনুষ্ঠানিকভাবে থানার অফিস কার্যক্রম পরিচালনার জন্য টেবিল চেয়ার প্রদান করেন ভৈরব চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি আলহাজ্ব আব্দুল্লাহ আল মামুন।

এসময় উপস্থিত ছিলেন, ভৈরব চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সহ-সভাপতি জাহিদুল হক জাবেদ, পরিচালক আরাফাত ভূইয়া, সৈকত আহমেদ জেমস, তানভির আহমেদ, আরিফ মাহমুদ রুলেক্স, নিজাম উদ্দিন সরকার, হাজি আলাউদ্দিন, মিজানুর রহমান পাটোয়ারী, সহযোগী পরিচালক আব্দুর রউফ, আব্দুর রশিদ, মো. আক্তারুজ্জামানসহ বৈষম্যবিরোধী ছাত্র সমাজ ও সেনাবাহিনীর সদস্যরা। বুধবার ভৈরব চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পক্ষ থেকে ৩০টি চেয়ার ও ১০ টেবিল হস্তান্তর করা হয়।

এ বিষয়ে চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি আলহাজ্ব আব্দুল্লাহ আল মামুন জানান, সরকার পতনের পর থানা ভাঙচুর করে দুর্বৃত্তরা। এতে ভৈরবের আইন শৃঙ্খলার অবনতি হয়েছে। থানায় কোন কার্যক্রম করার সুযোগ নেই। ভৈরববাসী যেন দ্রæত সেবা পায় সেজন্য ভৈরব চেম্বারের পক্ষ থেকে সহযোগীতা করা হয়েছে।

এসময় বৈষম্যেবিরোধী ছাত্ররা বলেন, দুষ্কৃতিকারীদের হামলায় থানার সকল গুরুত্বপূর্ণ স্থাপনা ধ্বংস হয়ে গেছে। ভৈরবের সচেতন মহল ও ছাত্রদের সহযোগীতায় আবার থানা কার্যক্রম চালু হয়েছে। ভৈরব থানায় কোন রকম দুর্নীতি ও অনিয়ম হবে না। থানা চত্বরে কোন অন্যায়কারীকে প্রশ্রয় দেয়া হবে না। একটি সুন্দর ভৈরব গড়ে তুলতে সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে আহবান জানান তারা।

এ সময় ভৈরব থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সফিকুল ইসলাম বলেন, ৫ আগস্ট দুষ্কৃতিকারীরা ভৈরব থানা ভাঙচুর ও লুটপাট করে আগুন দেয়। দীর্ঘদিন থানা কার্যক্রম বন্ধ রাখতে হয়েছে। থানা সংস্কারে ভৈরবের ছাত্রসমাজ ও সুশীল সমাজের নেতৃবৃন্দসহ ব্যবসায়ী সমাজের পক্ষ থেকে সহযোগীতা করছে। আমরা একটি গাড়ি পেয়েছি ভৈরবে কার্যক্রম চালাতে। আরো গাড়ি প্রয়োজন রয়েছে। আমরা মানুষের জানমালের রক্ষার্থে জীবন বাজি রেখে কাজ করে যাবো। এ সময় তিনি কাজের গতি ফেরাতে ভৈরবের সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন।

(এসএস/এএস/আগস্ট ২২, ২০২৪)

পাঠকের মতামত:

৩০ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test