E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ছাত্র আন্দোলনে নিহতদের স্মরণে চাঁদপুর জেলা ছাত্রদলের শোক র‌্যালি

২০২৪ আগস্ট ২২ ১৪:২৩:০৪
ছাত্র আন্দোলনে নিহতদের স্মরণে চাঁদপুর জেলা ছাত্রদলের শোক র‌্যালি

চাঁদপুর প্রতিনিধি : বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত ছাত্র-জনতার স্মরণে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে পিরোজপুরে শোক র‌্যালি করেছে জেলা ছাত্রদলের নেতৃবৃন্দ।  

বুধবার (২১ আগস্ট) বিকাল সাড়ে ৫টায় জেলা বিএনপি কার্যালয় সংলগ্ন সড়ক থেকে চাঁদপুর জেলা ছাত্রদলের আয়োজনে র‌্যালিটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শহরের লেকের পাড় অঙ্গিকারের সামনে পথসভায় মিলিত হয়।

শোক র‌্যালির নেতৃত্ব দেন এবং পথসভায় বক্তব্য রাখেন চাঁদপুর জেলা ছাত্র দলের সভাপতি ইমান হোসেন গাজী ও সাধারণ সম্পাদক এইচএম ইসমাইল হোসেন পাটওয়ারী।

এসময় জেলা ছাত্রদল, পৌর ছাত্রদল, কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।শোক র‍্যালিতে তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত ছাত্র-জনতার স্মরনে কালো ব্যাজ ধারন করে।

এসময় বক্তারা বলেন, গত ১৫ বছরে হাজার হাজার নেতা কর্মীকে গুম-খুন-জখম, ২৮ অক্টোবর লগি-বৈঠার তাণ্ডব, পিলখানা হত্যাযজ্ঞ, রাতের অন্ধকারে শাপলা চত্বরে শত শত আলেম ও মাদ্রাসা ছাত্রকে পৈশাচিক কায়দায় হত্যা, নিরাপদ সড়ক ও সর্বশেষ ছাত্র-জনতার গণ-অভ্যুত্থান হাজার অধিক শিশু- ছাত্র-যুবক হত্যা ও জখমের সরাসরি নির্দেশদাতা খুনি হাসিনা ও তার দানবীয় বাহিনীর বিচার করতে হবে।

এ সময় শেখ হাসিনা ও ডাঃ দীপুমনির ফাঁসি দাবি করে স্লোগান দেয় ছাত্রদলের নেতাকর্মী বৃন্দ।

(ইউএইচ/এএস/আগস্ট ২২, ২০২৪)

পাঠকের মতামত:

৩০ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test