E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

মাদারীপুরে জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা ও প্রার্থনা সভা

২০২৪ আগস্ট ২৬ ১৭:৫১:২৬
মাদারীপুরে জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা ও প্রার্থনা সভা

বিপুল কুমার দাস, রাজৈর : মাদারীপুরে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫০তম শুভ আবির্ভাব তিথি জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা ও প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়েছে।

হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট মাদারীপুর জেলা কার্যালয় ও মাদারীপুর জেলা জেলা প্রশাসনের আয়োজনে আজ সোমবার সকালে মাদারীপুর সমন্বিত সরকারি ভবনের মাল্টিপারপাস হল রুমে সভাটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এর হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট এর ট্রাস্টি ড: অসীম সরকার। সভার সঞ্চালনা করেন মাদারীপুর জেলার মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের সহকারি প্রকল্প পরিচালক মিন্টু কুমার ভদ্র।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাদারীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ঝোটন চন্দ্র, মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন সনাতন বিদ্যার্থী সংসদের সভাপতি ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এর সহযোগী অধ্যাপক ডঃ কুশিলব বরন চক্রবর্তী, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাদারীপুর প্রনব মঠ’র অধ্যক্ষ শ্রী মৎস্বামী সত্য প্রিয়ানন্দজী মহারাজ, মাদারীপুর জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রানতোষ মন্ডল, মাদারীপুর জেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্বজিৎ বৈদ্য নাদিম, মাদারীপুর সরকারি কলেজের সহযোগী অধ্যাপক বেদানন্দ হালদার, মাদারীপুর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তাপস কুমার পাল সহ বিভিন্ন হিন্দু সংগঠনের নেতৃবৃন্দ।

এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ ও সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন শ্রেণী পেশার ব্যাক্তি বর্গ।

(বিডি/এসপি/আগস্ট ২৬, ২০২৪)

পাঠকের মতামত:

৩১ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test