E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

সুবর্ণচরে ক্যান্সারে আক্রান্ত দম্পত্তিকে পেটালেন প্রতিপক্ষ

২০২৪ সেপ্টেম্বর ০৩ ২১:৫৫:২৪
সুবর্ণচরে ক্যান্সারে আক্রান্ত দম্পত্তিকে পেটালেন প্রতিপক্ষ

মোঃ ইমাম উদ্দিন সুমন, সুবর্ণচর : নোয়াখালী সুবর্ণচরে জমি জমা সংক্রান্ত জেরে ক্যান্সারে আক্রান্ত অসহায় বৃদ্ধা দম্পত্তিকে পেটালেন প্রতিপক্ষ এ ঘটনায় বৃদ্ধা নুর জাহান বেগম (৬০) চরজব্বর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

ঘটনাটি ঘটে ২ সেপ্টেম্বর সোমবার সুবর্ণচর উপজেলার ১ নং চরজব্বর ইউনিয়নের ৮ নং ওয়ার্ড, উত্তর বাগ্যা গ্রামের গিয়াস উদ্দিনের বাড়িতে।

হামলার শিকার আহতরা হলেন উত্তর বাগ্যা গ্রামের মৃত আনোয়ারুল হকের পুত্র ক্যান্সারে আক্রান্ত রোগী মোঃ গিয়াস উদ্দিন (৭০), তার স্ত্রী নুর জাহান বেগম (৬০)।

আহত বৃদ্ধা গিয়াস উদ্দিন বলেন, উত্তর ব্যাগ্যা গ্রামের আব্দুল্যাহ (৬০), তার পুত্র জামাল উদ্দিনস (৪৫), হেলাল উদ্দিন (৩৫), মোঃ কামাল (৫০), বেলাল হোসেন (৩৮) সম্পত্তি জবর দখল করতে বিভিন্ন সময় মারধরসহ নানা হুমকি ধমকি দিয়ে আসছে, ২ সেপ্টেম্বর বিকেল ৩ টায় উপরোক্ত অভিযুক্তরা কয়েকজন ভাদাটিয়া সন্ত্রাসী নিয়ে দা, চেনি কাচি নিয়ে বাড়ীর পাশের জায়গা দখল করতে আসে এবং একাধিক গাছ কেটে পেলে এতে ভুক্তভোগী বৃন্ধা গিয়াস উদ্দিন বাঁধা দিলে অভিযুক্তরা গালমন্দ করে এ ঘটনায় বৃদ্ধার নুর জাহান এগিয়ে এসে প্রতিবাদ করলে অভিযুক্তরা তাকেসহ বৃদ্ধা দম্পত্তিকে দেশীয় অস্ত্র দিয়ে মারধর করে তাদের শৌর চিৎকারে গিয়াস উদ্দিনের পুত্র ওসমান গনি (২৫), মনিরুল ইসলাম (২২), এগিয়ে আসলে তাদেরকেও মারধর করে এবং তার পকেটে থাকা নগদ টাকা এবং একটি এন্ড্রোয়েট মোবাইল সেট চিনিয়ে ন্যায়। প্রতিবেশীরা এগিয়ে এলে অভিযুক্তরা ঘটনাস্থল ত্যাগ করে পরে আহতদের স্বজনরা তাদেরকে চরজব্বর হাসপাতালে ভর্তি করে।

বৃদ্ধা গিয়াস উদ্দিন দীর্ঘদিন ধরে মরণব্যাধী ক্যান্সারে আক্রান্ত তাকে মারধরের ঘটনায় এলাকায় নিন্ধার ঝড় উঠে, এবং দোষিদের শাস্তির দাবী জানান এলাকাবাসী।

অভিযুক্তদের সাথে ঘটনার বিষয়ে জানতে মুঠোফোনে কল দিলে তাদের না পাওয়ায় তাদের বক্তব্য নেয়া সম্বব হয়নি।

চরব্বর থানার অফিসার ইনচার্জ (ওসি) কাউছার আলম ভূঁইয়া বলেন, লিখিত অভিযোগ পেয়ে একজন এসআইকে দায়িত্ব দেয়া হয়েছে, তদন্ত করে আইনি ব্যবস্থা নেয়া হবে।

(আইইউএস/এএস/সেপ্টেম্বর ০৩, ২০২৪)

পাঠকের মতামত:

৩০ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test