E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

সুবর্ণচরে খালেদা জিয়ার ভিত্তি প্রস্তর সংস্কার করলেন সুবর্ণচর উপজেলা ছাত্রদল

২০২৪ সেপ্টেম্বর ২১ ১৫:৫০:২৯
সুবর্ণচরে খালেদা জিয়ার ভিত্তি প্রস্তর সংস্কার করলেন সুবর্ণচর উপজেলা ছাত্রদল

মোঃ ইমাম উদ্দিন সুমন, সুবর্ণচর : নোয়াখালী সুবর্ণচরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় ছাত্রদলের সাধারন সম্পাদক নাছির উদ্দিন নাছিরের নির্দেশনায় সুবর্ণচর উপজেলা পরিষদ মাঠে দীর্ঘদিন অবহেলায় পড়ে থানা সাবেক প্রধানমন্ত্রী বিএনপির সাবেক চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ভিত্তিপ্রস্তর সংস্কার করলেন সুবর্ণচর উপজেলা ছাত্রদলের নেতৃবৃন্দ।

২১ সেপ্টেম্বর (শনিবার) বেলা ১১ টায় সুবর্ণচর উপজেলা পরিষদ মাঠ প্রঙ্গণে স্থাপিত ভিত্তি প্রস্তরটি সংস্কার করা হয়।

এতে উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক জামাল ইউ আহমেদ, সাবেক যুগ্ম আহবায়ক আবু তাহের,পরিশ্রমী ছাত্রনেতা মুশফিক রানা,চর জব্বার কলেজ সাবেক আহবায়ক আরিফ চরবাটা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি সালাউদ্দিন সাকা,চর জব্বার ইউনিয়ন ছাত্রদল সাবেক সভাপতি হারুন,সৈকত কলেজ সাবেক যুগ্ম আহবায়ক পলাশ, সাবেক যুগ্ম আহবায়ক ফারুকসহ নেতৃবৃন্দরা।

বক্তারা বলেন, ২০০৬ সালে ৬ এপ্রিল দেশনেত্রী বেগম খালেদা জিয়া সুবর্ণচর উপজেলা ভিত্তি প্রস্তর স্থাপন করেন। ২০০৮ সালে আওয়ামিলীগ সরকার ক্ষমতায় আসার পর ভিত্তি প্রস্তরটি অবহেলায় পড়ে থাকে, ভিত্তি প্রস্তর যেন না দেখা যায় সেজন্য স্বৈরাচারী সরকার ভিত্তি প্রস্তরটি আড়াল করে রাখার জন্য দেয়াল তুলে দেয় এতে দৃশ্যমান ছিলোনা ভিত্তি প্রস্তরটি। অবহেলায় ভিত্তি প্রস্তরটি পড়ে থেকে সেটির নাম ও মুছে যায় অনেককাংশে। শনিবার সুবর্ণচর উপজেলার ছাত্রদলের নেতৃবৃন্দরা সেটি দৃশ্যমান করার জন্য রং তু্লি আর্টিস্ট দিয়ে ভিত্তি প্রস্তরটি সংস্কার করে দেন।এসময় তারা ভিত্তি প্রস্তরটি দৃশ্যমান স্খানে পূনস্থাপনের দাবী জানান।

(আইইউএস/এএস/সেপ্টেম্বর ২১, ২০২৪)

পাঠকের মতামত:

৩০ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test