E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ঈশ্বরদীতে বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

২০২৪ সেপ্টেম্বর ২১ ১৭:৪৮:২৯
ঈশ্বরদীতে বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

ঈশ্বরদী প্রতিনিধি : বাংলাদেশ কিন্ডারগার্টেন শিক্ষা বোর্ডের অধীনে ঈশ্বরদীতে অনুষ্ঠিত বৃত্তি পরীক্ষায় বৃত্তি প্রাপ্ত ১৩১ জন কৃতি শিক্ষার্থীকে ক্রেস্ট, পুরস্কার ও সনদপত্র  প্রদান করা হয়েছে।

শনিবার (২১ সেপ্টেম্বর) সকালে ঈশ্বরদী আঞ্চলিক কৃষি ও ডাল গবেষণা কেন্দ্রের মিলনায়তনে বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটি ঈশ্বরদী উপজেলা শাখার উদ্যোগে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রধান অতিথি ছিলেন ডাল গবেষণা ও আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের পরিচালক ড. ছালেহ উদ্দীন। সভাপতিত্ব করেন বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটি ঈশ্বরদী উপজেলা শাখার সভাপতি ও বর্ণমালা কিন্ডারগার্টেনের পরিচালক আব্দুল খালেক।

বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ রেলওয়ের উপ-অর্থ উপদেষ্টা ও প্রধান হিসাব কর্মকর্তা মিলুপা আক্তার ও ঈশ্বরদী মহিলা কলেজের অধ্যক্ষ হামিদুর রহমান। বক্তব্য রাখেন আঞ্চলিক কৃষি ও ডাল গবেষণা কেন্দ্রের উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. শাহিনুজ্জামান, গোপালপুর টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ ও ফুলকুঁড়ি কিন্ডারগার্টেনের পরিচালক আরজাহান আলী, মহিলা কলেজের উপাধ্যক্ষ ইসমাইল হোসেন, সবুজ কুঁড়ি কিন্ডারগার্টেনের অধ্যক্ষ কবির আলী, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির পাবনা জেলা শাখার সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন, স্যার আব্দুস সাত্তার কিন্ডারগার্টেনের অধ্যক্ষ শরিফুল ইসলাম, বর্ণমালা বিদ্যানিকেতনের পরিচালক আনোয়ার হোসেন শাহিন, বিএমকেএস কিন্ডারগার্টেনের পরিচালক আবু শামা কাজী, বর্ণমালা বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক জুলেখা খাতুন, মুনলিট কিন্ডারগার্টেনের সিনিয়র শিক্ষক আফসার আলী প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন মাতৃছায়া কিন্ডারগার্টেনের পরিচালক শেখ মহসীন।

এসময় বিভিন্ন স্কুলের পরিচালক, প্রধান শিক্ষক, সাংবাদিক, সহকারি শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সভাপতি বলেন, বাংলাদেশ কিন্ডারগার্টেন শিক্ষা বোর্ড এর আওতায় ২০২৩ সালে ঈশ্বরদীর ১৫টি শিক্ষা প্রতিষ্ঠানের ৪৯৫ জন শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশগ্রহন করে। এরমধ্যে ট্যালেন্টপুলে ৪৮ জন ও সাধারণ গ্রেডে ৮৫ জনসহ মোট ১৩১জন বৃত্তিলাভ করেন।

(এসএসকে/এসপি/সেপ্টেম্বর ২১, ২০২৪)

পাঠকের মতামত:

৩১ আগস্ট ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test