E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ফরিদপুর পৌরসভা এলাকায় মোট ৯৮টি মন্দিরে দুর্গা পূজা অনুষ্ঠিত হবে

২০২৪ সেপ্টেম্বর ২৫ ১৫:১৫:০৭
ফরিদপুর পৌরসভা এলাকায় মোট ৯৮টি মন্দিরে দুর্গা পূজা অনুষ্ঠিত হবে

রিয়াজুল রিয়াজ, ফরিদপুর : শারদীয় দূর্গা পূজা উপলক্ষে ফরিদপুর পৌরসভার উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার শহরের অম্বিকা মেমোরিয়াল হলে ফরিদপুর পৌরসভার প্রশাসক
চৌধুরী রওশন ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠেয় সভায় জানানো হয়, ফরিদপুর পৌরসভা এলাকায় মোট ৯৮টি দুর্গা মন্দিরে পূজা অনুষ্ঠিত হবে।

ফরিদপুর পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর, সংরক্ষিত মহিলা কাউন্সিলর, ফরিদপুর পৌরসভার ‌বিভিন্ন ওয়ার্ডের পূজা মন্দিরের নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন। পৌরসভার ১৯ নং ওয়ার্ড কাউন্সিলর মাহমুদুল হক রেজা'র সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, নির্বাহী প্রকৌশলী শামসুল আলম, ভাই ভাই পূজা মন্দিরের সভাপতি মনোজ কুমার সাহা, শহুর পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক শ্যামল কর্মকার, ফরিদপুর পৌরসভার হিসাব রক্ষণ কর্মকর্তা গোবিন্দ চন্দ্র মন্ডল, ২০নং ওয়ার্ড কাউন্সিলর মতিউর রহমান শামীম, ১১নং ওয়ার্ড কাউন্সিলর মনিরুল ইসলাম মনির, ১০ নং ওয়ার্ড কাউন্সিলর ‌খন্দকার শামসুল আরেফিন সাগর, ১৬নং ওয়ার্ড কাউন্সিলর বিধান কুমার সাহা, সংরক্ষিত মহিলা (১৭,১৮ ও ১৯নং ওয়ার্ড) কাউন্সিলর আফরোজা সুলতানা টুটু।

এসময় বক্তারা বলেন, 'ফরিদপুর একটি সাম্প্রদায়িক সম্প্রীতির জেলা। এখানে আমরা আবহমান কাল ধরে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান একসাথে বসবাস করে আসছি। এই সম্প্রতি'র ধারা অব্যাহত রাখতে হবে'। বক্তারা বলেন, 'ফরিদপুর পৌরসভা বিগত দিনের মত এ বছরও শারদীয় দূর্গা পূজা উপলক্ষে পূজা'র উপহারের ব্যবস্থা করেছে। পৌরসভার এই কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে'। এসময় দুর্গা পূজার নিরাপত্তার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি পূজা কমিটির নেতৃবৃন্দদেরও সতর্ক থাকার আহ্বান জানানো হয়। কোন ধরণের অপ্রীতিকর ঘটনা এড়াতে রাত ১২টা থেকে ভোর ৫টা পর্যন্ত প্রত্যেকটা মন্দির কমিটির সদস্যদের সজাগ থাকা ও প্রতিটি মন্দিরে সিসি ক্যামেরার ব্যবস্থা করতে হবে অনুরোধ করা হয়।

'আইন সবার জন্য সমান' উল্লেখ করে পৌরসভা কর্মকর্তারা জানান, 'কোন মন্দিরে অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া গেলে, আমাদের সঙ্গে সঙ্গে জানাবেন, আমরা ব্যবস্থা নিবো'। অনুষ্ঠানে পূজা বিসর্জন ঘাটে ওয়াচিং টাওয়ার নির্মাণের দাবি জানায় পূজা উদযাপন কমিটি।

উল্লেখ করা যেতে পারে, এবছর ফরিদপুর পৌরসভায় মোট ৯৮টি দুর্গা মন্দিরে পূজা অনুষ্ঠিত হচ্ছে। অনুষ্ঠানের শেষ অংশে পৌরসভার পক্ষ থেকে প্রত্যেক মন্দিরের কর্মকর্তাদের কাছে ২৫টি করে শাড়ি ও ৫ হাজার করে টাকা দেওয়া হয়।

(আরআর/এএস/সেপ্টেম্বর ২৫, ২০২৪)

পাঠকের মতামত:

৩০ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test