E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

গোপালগঞ্জে তৃতীয়দিনের মতো ডিপ্লোমা সার্ভেয়ারদের কর্মবিরতি পালন

২০২৪ অক্টোবর ০৩ ১৮:১৪:২৫
গোপালগঞ্জে তৃতীয়দিনের মতো ডিপ্লোমা সার্ভেয়ারদের কর্মবিরতি পালন

তুষার বিশ্বাস, গোপালগঞ্জ : সারাদেশের ন্যায় সরকারের সকল মন্ত্রণালয়, অধিদপ্তর, পরিদপ্তর ও সংস্থায় ডিপ্লোমা ডিগ্রীধারী সার্ভেয়ারগণ অন্যান্য সকল ডিপ্লোমা ডিগ্রীধারীদের ন্যায় বেতন স্কেল ১০ম গ্রেড বাস্তবায়ন করার দাবিতে কর্ম-বিরতি পালন করেছে।

আজ বৃহস্পতিবার সকাল থেকে গোপালগঞ্জের বিভিন্ন অফিসে কর্মরত সার্ভেয়ারগন তাদের নিয়মিত কাজ বাদ রেখে “বৈষম্য বিরোধী সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ছাত্র-পেশাজীবি অধিকার বাস্তবায়ন পরিষদ” ব্যানারে জেলা প্রশাসকের কার্যালয়ে কর্ম-বিরতি পালন করে।

কর্মবিরতিতে গোপালগঞ্জ সড়ক বিভাগের সার্ভেয়ার মোঃ শামীম আহমেদ, বাপাউবো’র সার্ভেয়ার মোঃ নাজমুল ইসলাম সবুজ, মোঃ জামসেদ, জেলা প্রশাসকের কার্যালয়ের এলএ শাখার সার্ভেয়ার মোঃ সিরাজুল ইসলাম, মোঃ রমজান আলী, রাজস্ব শাখার সার্ভেয়ার মোঃ ইউসুফ আলী, সদর উপজেলা ভুমি অফিসের সার্ভেয়ার মোঃ ইব্রাহিম খলীলসহ জেলার সকল অফিসের ডিপ্লোমা ডিগ্রীধারী সার্ভেয়ারগন উপস্থিত ছিলেন।

গোপালগঞ্জ সড়ক বিভাগের সার্ভেয়ার মোঃ শামীম আহমেদ বলেন, আমরা আগামী রোববার (৬ অক্টোবর) থেকে পুর্ন দিবস কর্মসূচী পালন করবো। আমাদের দাবী আদায় না হওয়া পর্যন্ত আমরা আমাদের নিয়মিত কাজে ফিরব না।

এদিকে সার্ভেয়ারদের কর্ম-বিরতির কারণে জেলার সকল অফিসে ভুমি জরিপ সংক্রান্ত কাজে ব্যাপক স্থবিরতা সৃষ্টি হয়েছে। সাধারণ জনগন ভুমি জরিপ সংক্রান্ত যাবতীয় সেবা থেকে বঞ্চিত হচ্ছে।

(টিবি/এসপি/অক্টোবর ০৩, ২০২৪)

পাঠকের মতামত:

০৯ মে ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test