E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির নির্বাচন

১১ পদের বিপরীতে ৩৫ জনের মনোনয়ন দাখিল

২০২৪ অক্টোবর ২১ ১৯:২৭:১৯
১১ পদের বিপরীতে ৩৫ জনের মনোনয়ন দাখিল

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচনে মনোনয়নপত্র দাখিল করেছেন প্রার্থীরা। গতকাল রবিবার দুপুর ১টা হতে বেলা ৩টা পর্যন্ত সাতক্ষীরা আইনজীবী সমিতি ভবনের দ্বিতীয় তলায় নির্বাচন কমিশনারদের নিকট ১১ টি পদের বিপরীতে ৩৫ জন মনোনয়নপত্র দাখিল করেন। এদিকে মনোনয়ন পত্র দাখিলের পরপরই প্রার্থীরা প্রচারণা শুরু করেছেন।

সভাপতি পদে মনোনয়নপত্র দাখিল করেছেন এড. আব্দুস সাত্তার, এড. এম শাহ আলম, সহ-সভাপতি পদে এড. এম আবু বকর, এড. মো. মহিতুল ইসলাম, এড. এসএম মোশাররফ হোসেন সিদ্দিকী, এড. খগেন্দ্র নাথ ঘোষ, সাধারণ সম্পাদক পদে এড. তোজাম্মেল হোসেন তোজাম, এড. মোল্যা মো. আব্দুস সোবহান মুকুল, এড. শেখ এমদাদুল ইসলাম, এড. আ ক ম রেজওয়ান উল্লাহ সবুজ, এড. আকবর আলী, এড. ওসমান গনি, যুগ্ম-সাধারণ সম্পাদক পদে এড. মো. হাফিজুর রহমান, এড. মো. কামরুজ্জামান ভূট্টো, এড. নুরুল আমিন, মহিলা সম্পাদিকা পদে এড. মোছা. ফারজানা ইয়াসমিন লিমা, এড. মোছা. উম্মে হাবিবা রুপা, এড. সুলতানা পারভীন শিখা,কোষাধ্যক্ষ পদে এড. মো. ইউনুস আলী (২), এড. মো. জহুরুল হক, এড. মো. রফিকুল ইসলাম (৩), এড. সিরাজুল ইসলাম (৫), লাইব্রেরি সম্পাদক পদে এড. আ ক ম শামসুদ্দোহা খোকন, এড. মো. মিজানুর রহমান বাপ্পী, ক্রীড়া সম্পাদক পদে এড. মো. শহিদুল ইসলাম (১), এড. মো. আব্দুল জলিল (৩), এড. মো. শাহিদুজ্জামান শাহেদ, কার্যকরী সদস্য পদে এড. আবু তালেব, মো. আব্দুর রাশেদ, এড. শেখ রাশেদুজ্জামান সুমন, এড. শামীম জাহান রুবেল, এড. আসাদুর রহমান বাবু, এড. সুনীল কুমার ঘোষ, এড. মো. সাইদুজ্জামান জিকো, এড. লুৎফুন্নেছা রুবি মনোনয়নপত্র দাখিল করেছেন।

উল্লেখ্য, আগামী ২১নভেম্বর সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনে ৫৫২জন ভোটার আইনজীবী তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে এড. শফিকুল ইসলাম খোকন ও এড. খায়রুল বদিউজ্জামান, এড. এসএম মশিয়ার রহমান, এড. কাজী আব্দুল্লাহ আল হাবিব, এড. তারোক কুমার মিত্র, এড. আনিসুর কাদির ময়না, এড. ফেরদৌসী আরা লুসি নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করছেন।

(আরকে/এসপি/অক্টোবর ২১, ২০২৪)

পাঠকের মতামত:

৩০ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test