E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

মাছের সঙ্গে এ কেমন শত্রুতা!

২০২৪ অক্টোবর ২৪ ১৭:১৫:৪২
মাছের সঙ্গে এ কেমন শত্রুতা!

একে আজাদ, রাজবাড়ী : রাজবাড়ীর গোয়ালন্দে এক মাছ চাষির মাছের ঘেরে বিষ দিয়ে দুই লাখ টাকার মাছ নিধনের অভিযোগ উঠেছে।

বুধবার (২৩ অক্টোবর) দুপুরে উপজেলার কেকেএস সেফ হোমের পাশে ইয়াকুব মণ্ডলের মাছের ঘেরে এ ঘটনা ঘটে। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকালে সরেজমিনে গিয়ে মরা মাছগুলো ভাসতে দেখা গেছে।

এ ঘটনায় বুধবার রাতেই গোয়ালন্দ ঘাট থানায় চারজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছেন মাছ চাষি ইয়াকুব মণ্ডল। তিনি দৌলতদিয়া ইউনিয়নের উত্তর দৌলতদিয়া যদু ফকির পাড়ার খলিলুর রহমান মণ্ডলের ছেলে।

অভিযুক্তরা হলেন- উত্তর দৌলতদিয়া যদু ফকির পাড়ার নিজাম বেপারী (৪৫), ওমর সরদার (৩০), ফারুক সরদার (২৬) ও শুভ সরদার (২২)।

ইয়াকুব মণ্ডল বলেন, আমি ৫ বছর আগে কেকেএস সেফ হোমের পাশে গোয়ালন্দ পৌরসভার মেয়র নজরুল ইসলাম মণ্ডলের কাছ থেকে আনুমানিক ৫ বিঘা জমি ১০ বছরের জন্য লিজ নিই। ওই জমির কিছু অংশে আমি ৫ বছর ধরে মাছের ঘের তৈরি করে মাছ চাষ করে আসছি। এছাড়া কিছু অংশে ফসল উৎপাদন করি। চলতি বছর আমি ৩৩ শতাংশ জমিতে মাছ চাষ করি ও ১০ শতাংশ জমিতে মাসকলাই বপন করি।

তিনি বলেন, বুধবার (২৩ অক্টোবর) দুপুর ২ টার দিকে পূর্ব শত্রুতার জেরে নিজাম, ওমর, ফারুক ও শুভ আমার মাছের ঘেরে ও মাসকলাইতে বিষ প্রয়োগ করে। বিষ প্রয়োগ করার কারণে আমার দুই লাখ টাকার মাছ মরে ভেসে ওঠে এবং মাসকলাই মরে ৩০ হাজার টাকার ক্ষতি হয়। এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন মাছ চাষি ইয়াকুব মণ্ডল।

গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম বলেন, 'বিষ প্রয়োগ করে মাছ নিধনের একটি লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।'

(একে/এসপি/অক্টোবর ২৪, ২০২৪)

পাঠকের মতামত:

৩১ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test