E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

কাপ্তাইয়ে হত্যা মামলার আসামীসহ ৪ জন গ্রেফতার

২০২৪ অক্টোবর ২৬ ১৫:১০:২০
কাপ্তাইয়ে হত্যা মামলার আসামীসহ ৪ জন গ্রেফতার

রিপন মারমা, রাঙ্গামাটি : রাঙ্গামাটির কাপ্তাই থানা পুলিশ এর বিশেষ অভিযানে হত্যা মামলার আসামী সহ ৪ জনকে গ্রেফতার করা হয়েছে।

আটককৃতরা হলেন, কাপ্তাই উপজেলার ১ নং চন্দ্রঘোনা ইউনিয়ন এর ৭নং ওয়ার্ড, কোব্বাতের ঘোনা এলাকার মোঃ আলী পাটোয়ারীর ছেলে মোঃ সোহেল পাটোয়ারী (২৯) এবং সোহেল এর বড় ভাই মো: সোহাগ(৩১)।

এছাড়া অভিযানে কেপিএম বাদশা মাঝির ঘোনা এলাকার মো: আহম্মদ আলীর ছেলে মো: আলী আকবর জিসান এবং কাপ্তাই নতুনবাজার ঢাকাইয়া কলোনির মোঃ আশরাফ এর ছেলে গ্রেফতারী পরোয়ানাভূক্ত পলাতক আসামী মোঃ ফারুক(২১) কে' গ্রেফতার করা হয়েছে। থানা পুলিশ এর পৃথক ২ টি অভিযানে তাদেরকে গ্রেফতার করা হয়েছে বলে জানান কাপ্তাই থানার ওসি মো মাসুদ।

পুলিশ জানান, গতকাল শুক্রবার (২৫ অক্টোবর) রাত ১০ টায় থানার ওসি মো: মাসুদ এর নেতৃত্বে থানার পুলিশ ফোর্স কেপিএম ফকিরাগোনা এলাকায় সন্ত্রাসী কার্যক্রম চালানোর সময় স্থানীয় জনগণ কর্তৃক গণধোলাইয়ের স্বীকার কাপ্তাই থানার হত্যা মামলার আসামী মো: সোহেল পাটোয়ারী এবং তাঁর বড় ভাই মো: সোহাগ কে গ্রেফতার করা হয়। এছাড়া একইদিন রাত ১১ টায় কাপ্তাই উপজেলা সদর হাসপাতালে চিকিৎসা নিতে যাওয়া সোহেল এর সহকর্মী মো: আলী আকবর জিসানকে গ্রেফতার করা হয়েছে।

অপরদিকে শনিবার (২৬ অক্টোবর) দিবাগত রাত ১২ টার পর থানার এএসআই হ্লাইসিং মং মারমা সঙ্গীয় ফোর্সসহ গ্রেফতারী পরোয়ানাভূক্ত পলাতক আসামী মোঃ ফারুক(২১) কে কাপ্তাই নতুনবাজার এলাকা হতে গ্রেফতার করেন।

আসামীদেরকে শনিবার (২৬ অক্টোবর) রাঙ্গামাটি বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান ওসি।

(আরএম/এএস/অক্টোবর ২৬, ২০২৪)

পাঠকের মতামত:

০৯ মে ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test