E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

কাপ্তাই মৎস্য বিভাগের অভিযানে ৩ শত মিটার নিষিদ্ধ জাল জব্দ

২০২৪ অক্টোবর ২৯ ২৩:৩২:৫২
কাপ্তাই মৎস্য বিভাগের অভিযানে ৩ শত মিটার নিষিদ্ধ জাল জব্দ

রিপন মারমা, রাঙ্গামাটি : হালদা নদীর প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র উন্নয়ন ও ব্যবস্থাপনা  প্রকল্প (২য় পর্যায়) এর অর্থায়নে  রাঙামাটির কাপ্তাই উপজেলা মৎস্য বিভাগের অভিযানে কর্ণফুলী নদী হতে ৩ শত মিটার গাড়াজাল জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (২৯ অক্টোবর) বিকাল তিনটা হতে সন্ধ্যা ছয়টা পর্যন্ত কর্ণফুলি নদীর বড়ইছড়ি ঘাট হতে শিলছড়ি সীতার ঘাট পর্যন্ত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে কর্ণফুলী নদী হতে নিষিদ্ধ জাল দিয়ে মাছ ধরার সময় ৫ টি ৩শত মিটার স্থিরকৃত নেট (Fixed Net), স্থানীয় নাম: গাড়াজাল জব্দ করা হয়। যার বাজার মূল্য ৪০ হাজার টাকা।

কাপ্তাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) স্বরূপ মুহুরী এই অভিযান পরিচালনা করেন। এ সময় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আরিফুর রহমান উপস্থিত ছিলেন। কাপ্তাই থানা পুলিশ এর সদস্যরা ভ্রাম্যমান আদালতকে সহায়তা করেন।

পরে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ বিধিমালা ১৯৮৫ এর ১২নং বিধি লঙ্ঘনের কারণে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ এর ধারা ৫ অনুযায়ী জব্দ করা জাল প্রকাশ্যে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

(আরএম/এএস/অক্টোবর ২৯, ২০২৪)

পাঠকের মতামত:

০৯ মে ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test