E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ফরিদপুর হাজি শরিয়তুল্লাহ বাজারের সড়ক-ফুটপাত হকারদের দখলে, জনদুর্ভোগ চরমে

২০২৪ নভেম্বর ০২ ১৬:৫৫:০৯
ফরিদপুর হাজি শরিয়তুল্লাহ বাজারের সড়ক-ফুটপাত হকারদের দখলে, জনদুর্ভোগ চরমে

শেখ ফয়েজ আহমেদ, ফরিদপুর : ফরিদপুর জেলার সদর উপজেলাধীন গুরুত্বপূর্ণ্য বাজার হাজিশরিয়তুল্লাহ বাজারে এখন জনগণের দুর্ভোগের শেষ নেই। সারাদিন লেগেই থাকে যানজট। বাজারে যাওয়ার একমাত্র সড়কটির মাঝে বসে দিনে রাতে চলছে হাট বাজার। ফলে এই পথে চলাচলরত জনগণের প্রতি নিয়ত বৃদ্ধি পাচ্ছে হয়রানী ও জনদুর্ভোগ। 

এই বাজারের ফুটপাত ও সড়কটি দীর্ঘদিন যাবৎ হকারদের দখলে রয়েছে। প্রশাসন মাঝে মাঝে উচ্ছেদ অভিযান পরিচালনা করলেও কিছু সময় যেতে না যেতেই আবার তাদের দখলে চলে যায় ফুটপাত ও সড়কটি। এই বাজারে পায়ে হেঁটে চলা খুবই পীড়াদায়ক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। এ ছাড়া এই বাজারে ক্রেতাদের তথা নারী শিশুদের জন্য নেই ভাল নিরাপদ বিশ্রাম কেন্দ্র, নিরাপদ পানি ও উন্নত টয়লেট এর ব্যবস্থা। এই বাজার থেকে সরকার কোটি কোটি টাকা রাজস্ব আয় করলেও গত ১৫ বছরে একটু উন্নয়নের ছোয়া লাগেনি। হকারদের খেয়ালখুশি চরমে পৌঁছোছে। তাঁরা এখন ফুটপাত এর পাশাপাশি চলারপথ সড়কের মধ্যে মালামাল নিয়ে দোকান বসিয়ে হাঁটাচলারপথ সংকুচিত করে জনদুর্ভোগ সৃষ্টি করছে। এই বাজারে দিনে ট্রাক প্রবেশ বন্ধ ও হকার উচ্ছেদ করা গেলে জনদুর্ভোগ একটু কমতে পারে।

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু জরুরি দৃষ্টি দেয়া প্রয়োজন বলে সচেতন মহল মনে আশা করেন।

(এসএফ/এসপি/নভেম্বর ০২, ২০২৪)

পাঠকের মতামত:

৩০ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test