E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ভৈরবে বিদ্যুৎপৃষ্ট হয়ে লাইনম্যানের মৃত্যু

২০২৪ নভেম্বর ০৩ ১৭:৫২:৪০
ভৈরবে বিদ্যুৎপৃষ্ট হয়ে লাইনম্যানের মৃত্যু

সোহেল সাশ্রু, কিশোরগঞ্জ : ভৈরবে বৈদ্যুতিক লাইন মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পিডিবি বিদ্যুতের এক লাইনম্যানের মৃত্যু হয়েছে। আজ ৩ নভেম্বর রবিবার পৌর শহরের কমলপুর নিউ টাউন এলাকায় লাইন মেরামত করতে গিয়ে এই দুর্ঘটনা ঘটে। নিহত লাইনম্যান হলেন যশোর টিটা বাজিতপুর এলাকার হযরত আলীর ছেলে মো. শাহিনুর (৪০)। 

লাইনম্যানদের সহকারী স্বপন গাজী বলেন, নিউ টাউনে ইএসএল প্রজেক্টের কাজ চলছিল। নিহত শাহিনের গাফিলতি ও কাজের কোন সাবধানতা ছিল না এ জন্য এমনটা হয়েছে।

নিহতের ভাইগ্না লাইনম্যান রাজু জানান, লাইন বন্ধ ছিল কিন্তু আমার মামা খুটিতে উঠার পর কিভাবে লাইন চালু হলো। পিডিবির গাফিলতিতে আমার মামার মৃত্যু হয়েছে। আমি সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচার চাই।

ভৈরব বিদ্যুৎ সরবরাহ কেন্দ্র আবাসিক প্রকৌশলী (নির্বাহী) প্রকৌশলী মোহাম্মদ সালাহ উদ্দিন জানান, তিনটি সার্ভিস লাইনের মধ্যে একটি ছিল বাজার ওয়ান। বাজারের লাইনে লোড বেশি হওয়ায় কাজ করা হচ্ছিল। লাইনম্যানের অসাবধানতার জন্য বন্ধ থাকা লাইনের তার চালু থাকা লাইনের উপরে পড়ে বিদ্যুৎপৃষ্ট হয়েছে।

এ বিষয়ে ভৈরব থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হাসমত উল্লাহ বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। প্রাথমিক সুরতহাল রিপোর্ট তৈরী করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

(এসএস/এসপি/নভেম্বর ০৩, ২০২৪)

পাঠকের মতামত:

৩০ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test