E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

কেন্দুয়া উপজেলা প্রেসক্লাবের আয়োজনে ‘বড় হবো আমরা, বড় হবে দেশ’ শীর্ষক আলোচনা সভা

২০২৪ নভেম্বর ১৯ ১৮:৫৬:৫৮
কেন্দুয়া উপজেলা প্রেসক্লাবের আয়োজনে ‘বড় হবো আমরা, বড় হবে দেশ’ শীর্ষক আলোচনা সভা

বিশেষ প্রতিনিধি : শিক্ষার্থীদের আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার প্রত্যয়ে নেত্রকোণার কেন্দুয়া উপজেলা প্রেসক্লাবের আয়োজনে বরণ ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা উপলক্ষে “বড় হবো আমরা, বড় হবে দেশ” শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আজ মঙ্গলবার দুপুরে কেন্দুয়া উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার ইমদাদুল হক তালুকদার।

তিনি বলেন, আজকে যারা শিক্ষার্থী তারাই আগামী দিনের বাংলাদেশ গড়বে। সুশিক্ষা গ্রহণের মাধ্যমে সকলকে উচ্চশিক্ষা গ্রহণ করে দেশ সেবার কাজে আত্মনিয়োগ করতে হবে। এজন্য ছাত্র, শিক্ষক ও অভিভাবকের সমন্বয় একান্ত অপরিহার্য। সকল শিক্ষার্থীদের খারাপ কাজ পরিহার করে ভালো কাজে মনোযোগ দিতে হবে। সত্য ও ন্যায় পথে চলার মাধ্যমে ¯্রদ্ধা করতে হবে মা, বাবা, শিক্ষক ও গুরুজনদের। জ্ঞান বিজ্ঞানের যুগে সকলকে একনিষ্ঠ হয়ে জীবনের সাফল্য অর্জন করতে হবে।

উপজেলা প্রেসক্লাবের সভাপতি চারণ সাংবাদিক পুরষ্কার প্রাপ্ত সাংবাদিক সমরেন্দ্র বিশ্বশর্মার সঞ্চালনায় বরণীয় অথিতির মাঝে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান, উপজেলা কৃষি অফিসার মো: হুমায়ূন দিলদার, থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান, রূপালী ব্যাংক কেন্দুয়া শাখা ব্যবস্থাপক সুবল চন্দ্র ঘোষ ও আন্তর্জাতিক সংবাদ সংস্থা কতৃক স্বর্ণ পদক প্রাপ্ত নাগরিক সাংবাদিক প্রতিদিনের কাগজের প্রধান সম্পাদক মো: খায়রুল আলম রফিক।

সাবেরুন্নেচ্ছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৪ এর মূল্যায়নে কেন্দুয়া উপজেলায় শ্রেষ্ঠ প্রধান শিক্ষক মো: মুখলেছুর রহমান বাঙ্গালীর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন সাংবাদিক ও মানবাধিকার কর্মী শাহ্ আলী তৌফিক রিপন, স্বাস্থ্য ক্যাটাগরিতে জাতীয় শ্রেষ্ঠ গবেষক হিসেবে পুরষ্কার প্রাপ্ত শিক্ষার্থী স্বোপার্জিতা হক তালুকদার, সাবেরুন্নেচ্ছা বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী মাহবুবা জান্নাত প্রিয়ন্তী, জয়হরি স্প্রাই সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী হাম্মাদ সাদী, সায়মা শাহজাহান একাডেমীর খান আদনান শাহরিয়া, আয়শা সালাম ভূঞা একাডেমীর শিক্ষার্থী আশরাফুল আলম লিংকন।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন আশরাফুল আলম লিংকন ও গীতা থেকে পাঠ করেন সরকার আদৃতা সজল। আলোচনা শেষে কেন্দুয়া জয়হরি স্প্রাই সরকারি উচ্চ বিদ্যালয়ের ১২, সাবেরুন্নেচ্ছা বালিকা উচ্চ বিদ্যালয়ের ১২, সায়মা শাহজাহান একাডেমীর ১২, আলহাজ্ব আতিকুর রহমান ভূঞা একাডেমীর ১২ ও আয়েশা সালাম ভূঞার একাডেমীর ৯ কৃতী শিক্ষার্থী সহ ৫৯ জন শিক্ষার্থীর হাতে ডিক্সেনারি তুলে দেওয়া হয়। এছাড়া বরণীয় অতিথিদের হাতে বাংলাদেশের মানচিত্র খচিত সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

অনুষ্ঠান পরিচালনায় সার্বিক সহযোগিতা করেন কেন্দুয়া উপজেলা প্রেসক্লাবের আজীবন সদস্য কবি শাহাবুল কাদির ভূঞা, যুগ্ম সাধারণ সম্পাদক একুশে সংবাদের সাংবাদিক লুৎফুর রহমান হৃদয়, গোয়েন্দা সংবাদের আব্দুল আউয়াল খান, আজকের খবর এর কেন্দুয়া প্রতিনিধি মঞ্জুরা আক্তার লিলি ও কেন্দুয়া উপজেলা প্রেসক্লাবের অন্যতম সদস্য অপু রানী বিশ্বাস।

(বিএস/এসপি/নভেম্বর ১৯, ২০২৪)

পাঠকের মতামত:

০৯ মে ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test