E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

শ্রীমঙ্গলে ডেভলাপমেন্ট প্রকল্প অবহিতকরণ সভা

২০২৪ নভেম্বর ২৬ ১৭:২২:৫৮
শ্রীমঙ্গলে ডেভলাপমেন্ট প্রকল্প অবহিতকরণ সভা

মো: আল-আমিন, শ্রীমঙ্গল : ব্র্যাক দক্ষতা উন্নয়ন কর্মসূচি (প্রমিজ) শ্রীমঙ্গল মৌলভীবাজারের উদ্যোগে আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশন ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভলাপমেন্ট প্রকল্পের অবহিতকরণ সভা আজ মঙ্গলবার দুপুরে উপজেলা সম্মেলনকক্ষে অনুষ্টিত হয়। 

ব্রাক মৌলভীবাজারের সমন্বয়ক ইলেমেন্ট হাজং এর সভাপতিত্বে ও জেলা ব্যবস্থাপক হাফিজুর রহমান মোল্লার উপস্থাপনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার মো: আবু তালেব। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, আমেনা খাতুন (এরিয়া ম্যানেজার) ব্র্যাক দক্ষতা উন্নয়ন কর্মসূচি সিলেট। যুব উন্নয়ন কর্মকর্তা অসীম কুমার কর, সমাজসেবা কর্মকর্তা মো: সুয়েব হোসেন চৌধুরী, সমবায় কর্মকর্তা মোহাম্মদ আমিরুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিশীথ বরণ রায়, মহিলা বিষয়ক কর্মকর্তা, শায়েদা আক্তার, মাধ্যমিক শিক্ষা অফিসার দিলীপ কুমার বর্মন, ব্রাক শ্রীমঙ্গলের এসোসিয়েট অফিসার প্রদ্যুৎ দাস, প্রোগ্রাম অর্গানাইজার, মেহেদী হাসান ও সাগর হোসেন।

এছাড়াও উপস্থিত ছিলেন, শ্রীমঙ্গল উপজেলার নতুন বাজারের ব্যবসায়ীবৃন্দ, কর্মসংস্থান ব্যাংক, এবি ব্যাংক, পূবালী ব্যাংক সহ আশা, ব্যুরো বাংলাদেশ, রিক, টি, এমএসএস এর কর্মকর্তাবৃন্দ সহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সংবাদকর্মীবৃন্দ।

অবহিতকরন সভায় ব্র্যাকের কর্মকর্তারা জানান, ৩ বছর মেয়াদী উক্ত প্রকল্পটি মৌলভীবাজার জেলার কুলাউড়া ও শ্রীমঙ্গল উপজেলায় বাস্তবায়ন হচ্ছে। প্রকল্পের মাধ্যমে দক্ষতা উন্নয়নের লক্ষ্যে নতুন উদ্যোক্তাদের প্রশিক্ষণ প্রদান এবং উদ্যোক্তাবৃন্দকে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের সাথে লিংকেজ করে দেয়া। যেনো সহজে তারা লোন পেতে পারে এবং তাদের ব্যবসা সম্প্রসারণ করতে পারে সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি।

(এএ/এসপি/নভেম্বর ২৬, ২০২৪)

পাঠকের মতামত:

১০ মে ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test