E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

পঞ্চগড়ে সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি, গ্রেফতার ৪

২০২৪ নভেম্বর ২৬ ১৮:৫৫:২০
পঞ্চগড়ে সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি, গ্রেফতার ৪

স্টাফ রিপোর্টার, পঞ্চগড় : সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি করতে গিয়ে ৪ ভুয়া সাংবাদিককে পুলিশে দিয়েছেন ভুক্তভোগী মহল। ঘটনাটি ঘটেছে গতকাল সোমবার বিকালে পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলার শালবাহান দাখিল মাদ্রাসায়।

আটকৃত চাঁদাবাজ সাংবাদিকরা হলেন, দৈনিক সংবাদ দিগন্তের নীলফামারী জেলার স্টাফ রিপোর্টারের কার্ডধারী দেলোয়ার হোসেন (৩৫), দৈনিক চাঁদপুর বার্তার স্টাফ রিপোর্টার ও ভুয়া প্রেস এক্রিডিটেশন কার্ডধারী ও দৈনিক শিক্ষা বিডি ডটকমের রংপুর ব্যুরোচিফ পরিচয়ধারী আব্দুর রহিম, দৈনিক অগ্নিশিখা পত্রিকার বিশেষ প্রতিনিধি পরিচয়ধারী আল হেদায়েতুল্লা সুজন, জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশনের সেন্টাল কমিটির অতিরিক্ত যুগ্ম সম্পাদক পরিচয়দানকারী হেয়াতুল্লা সিদ্দিকি ও ক্যামেরাম্যান হামিদুল নামের মাইক্রো ড্রাইভার।

পুলিশ গ্রেফতারকৃতদের কাছ থেকে একাধিক পত্রিকার ভুয়া আইডি কার্ড উদ্বার করেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুরে তেঁতুলিয়া উপজেলার ভজনপুর ইউনিয়নের হাজি ডালিম উদ্দীন দাখিল মাদ্রাসায় ৫ সদস্যের একটি দল মাইক্রো নিয়ে প্রবেশ করে প্রতিষ্ঠানের অফিস কক্ষে ঢুকেন এবং নিজেদের সাংবাদিক পরিচয় দিয়ে সুপারের কাছে চাঁদা দাবি করেন। অন্যথায় তার মাদ্রাসার অনিয়ম-দুর্নীতির খবর পত্রিকায় ছাঁপিয়ে দেবার হুমকি-ধমকি দিতে থাকে। একপর্যায়ে ওই সুপার তাদেরকে ৪ হাজার টাকা দিয়ে বিদায় করেন। এরপর দলটি শালবাহান দাখিল মাদ্রাসায় গিয়ে একইভাবে চাঁদা দাবি করলে ওই মাদ্রাসার সুপার তাদের আটক করে তেঁতুলিয়া উপজেলা নির্বাহী অফিসারের কাছে নিয়ে আসেন।

উপজেলা নির্বাহী অফিসার ফজলে রাব্বী তাদেরকে জিজ্ঞাসাবাদ করলে তারা স্বীকার করেন যে, আসলে তারা সাংবাদিক নয়, সাংবাদিকতার পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় চাঁদাবাজী করে আসছিল। পরে তিনি তাদেরকে পুলিশের হাতে তুলে দেন।

এ বিষয়ে তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ মো. এনায়েত কবির জানান, চাঁদাবাজ ৫ জনের নামে সুনির্দিষ্ট অভিযোগে থানায় মামলা রেকর্ড করা হয়েছে, অভিযুক্ত একজন আগেই পালিয়েছে।বাকী ৪ জনকে আদালতে প্রেরণ করা হয়েছে।

(আরএআর/এসপি/নভেম্বর ২৬, ২০২৪)

পাঠকের মতামত:

০৯ মে ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test