E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

শ্রীমঙ্গলে কর্মজীবী নারীর প্রতি সহিংসতা বৈষম্য অবসানে সংলাপ

২০২৪ নভেম্বর ২৮ ১৮:১৫:৩৯
শ্রীমঙ্গলে কর্মজীবী নারীর প্রতি সহিংসতা বৈষম্য অবসানে সংলাপ

মো: আল-আমিন, শ্রীমঙ্গল : মৌলভীবাজারের শ্রীমঙ্গলে নারীর প্রতি সহিংসতা সমাধানে ১৬ দিনের প্রচারাভিযান শীর্ষক-মোড়ক উন্মোচন ও সংলাপ অনুষ্ঠিত হয়েছে। ব্রাত্যজন রিসোর্স সেন্টার (বিআরআই), সোসাইটি ফর এনভায়রনমেন্ট অ্যান্ড হিউম্যান ডেভেলপমেন্ট (সেড) এবং পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিচার্জ সেন্টার (পিপিআরসি) এর যৌথ আয়োজনে আজ বৃহস্পতিবার স্থানীয় ব্র্যাক লার্নিং সেন্টারে এ সংলাপ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে মুল প্রবন্ধ পাঠ করেন সেড' এর পরিচালক পিলিপ গাইন। এতে প্রান্তিক চা শ্রমিকদের অধিকার, বেতন-ভাতা, সামাজিক অধিকার ও সুরক্ষা, স্বাস্থ্যসেবা, ভুমির মালিকানায়, মজুরি বৈষম্য, শ্রমিক শোষন, শ্রম আইন সংস্কার, বিচ্ছিন্ন নারী চা শ্রমিকদের কর্মক্ষেত্রে সহিংসতা এবং জীবন মান উন্নয়নের বিষয়গুলো তুলে ধরা হয়।

সংলাপে বক্তব্য রাখেন, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপ মহাপরিদর্শক মাহবুবুল হাসান, সাবেক সিভিল সার্জন ডা. সত্যকাম চক্রবর্ত্রী, শ্রীমঙ্গল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এম ইদ্রিস আলী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুয়েব আহমেদ চৌধুরী, চা শ্রমিকমনেতা রাম ভোজন কৈরী, নৃপেন পাল, মাখন লালকর্মকার, পরেশ কালিন্দী, চা শ্রমিক নেত্রী জেসমিন আক্তার, মৌলভীবাজার জেলা হরিজন ঐক্য পরিষদ নেত্রী বাসন্তী, চা শ্রমিক নেত্রী শ্রীমতী বাউরি, যৌন কর্মী বিশেষজ্ঞ রাজিয়া সুলতানা , হিজরা অধিকার কর্মী ইভান আহমেদ কথা, চা নারী শ্রমিক রুপান প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে 'বাংলাদেশ চা শ্রমিক: বাস্তবতা ও চ্যালেঞ্জ' এর মোড়ক উন্মোচন করেন অনুষ্ঠানে অংশ নেয়া অতিথিরা।

অনুষ্ঠানে সাংবাদিক, সমাজকর্মী, এনজিও প্রতিনিধি, হিজরা, হরিজন, চা'সহ বিভিন্ন জনগোষ্ঠীর প্রতিনিধি উপস্থিত ছিলেন।

সংলাপে আলোচকগন নারী চা শ্রমিক ও অন্যান্য কর্মজীবী নারীর প্রতি বৈষম্য ও সহিংসতা অবসানে নানা দিক নিয়ে আলোচনা করেন।

(এএ/এসপি/নভেম্বর ২৮, ২০২৪)

পাঠকের মতামত:

১০ মে ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test