E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

দৃষ্টি'র আয়োজনে ৫০০ শিক্ষার্থীর বৃত্তি পরিক্ষায় অংশগ্রহণ

২০২৪ নভেম্বর ৩০ ১৮:০০:৩৪
দৃষ্টি'র আয়োজনে ৫০০ শিক্ষার্থীর বৃত্তি পরিক্ষায় অংশগ্রহণ

মোঃ ইমাম উদ্দিন সুমন, নোয়াখালী : সামাজিক সংগঠন 'দৃষ্টি'র আয়োজনে চর রমিজ, বড় খেরী ও চর গাজীসহ ৩টি  ইউনিয়নের ৫৩টি শিক্ষা প্রতিষ্ঠানের ৫০০ জন শিক্ষার্থী নিয়ে বৃত্তি পরিক্ষা অনুষ্ঠিত হয়েছে। 

আজ শনিবার সকালে চর আফজল আলী আহাম্মদ ইসলামীয়া দাখিল মাদরাসায় এ বৃত্তি পরিক্ষার আয়োজন করে দৃষ্টি।

চর আফজল ইসলামীয়া দাখিল মাদ্রাসা মাঠে বিশাল প্যান্ডেল করে সৃশৃঙ্খলভাবে পরিক্ষা অনুষ্ঠিত হয়, ব্যাতিক্রম এ আয়োজন দেখে সাধুবাদ জানান পরিক্ষায় অংশ নেয়া শিক্ষার্থী, অভিভাবক ও সচেতন মহল।

বৃত্তি পরিক্ষা কেন্দ্র পরিদর্শন করেন লক্ষীপুর জেলা জামায়াতের নায়েবে আমীর এ.আর হাফিজ উল্যাহ, উপস্থিত ছিলেন, দৃষ্টি'র সভাপতি শাহ মোহাম্মদ ফয়সল, সাধারন সম্পাদক ইঞ্জিনিয়ার হাসান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক তাওহীদুল ইসলাম তারেকসহ দৃষ্টি সামাজিক সংগঠনের সকল সদস্যবৃন্দ।

এ.আর হাফিজ উল্যাহ বলেন, দৃষ্টি সামাজিক সংগঠন ১ বছরে যে কাজ করেছে সেটি প্রশংসনীয় তারা কিছুদিন আগে ঘটে যাওয়া বন্যা কবলিত মানুষের মাঝে খাদ্য সহায়তা দিয়েছেন, মেধামী শিক্ষার্থীদের খরচ বহন করছেন, চিকিৎসা বঞ্চিত মানুষকে চিকিৎসা সেবা প্রদানসহ নানা সামাজিক কর্মকান্ড চালিয়ে যাচ্ছেন যা প্রত্যান্ত অঞ্চলের জন্য একটি দৃষ্টান্ত।

দৃষ্টি'র সভাপতি,সাধারন সম্পাদক, সাংগঠনিক সম্পাদক বলেন, দু'চোখে নব সৃষ্টি স্লোগানে ২০২৩ সালে আমরা দৃষ্টি নামের এ সামাজিক সংগঠনটি শুরু করি সে থেকে এ পর্যন্ত আমরা নানা সামাজিক কর্মকান্ড চালিয়ে যাচ্ছি সে থেকে এ পর্যন্ত আমার শিক্ষা সফর, শিক্ষা উপকরণ বিতরণ, শিক্ষা সেমিনার, বৃক্ষরোপন, মাছের পোনা অবমুক্ত করন, মাদক, জুয়া, বাল্য বিবাহ বন্ধে সামাজিক সচেতনতা, মসজিদ মাদ্রাসার উন্নয়ন, উচ্চচ শিক্ষায় সহায়তা, শিক্ষিত জনশক্তি তৈরী, দারিদ্র বিমোচনে সহায়তা, দূর্যোগ মোকাবেলায় সহায়তা মজবুদ সার্কেল গঠন তারই ধারাবাহিকতায় আজকে আমরা ৫০০ জন শিক্ষার্থী নিয়ে বৃত্তি পরিক্ষা সম্পন্ন করেছি যা আগামিতে চলমান থাকবে।

(এস/এসপি/নভেম্বর ৩০, ২০২৪)

পাঠকের মতামত:

০৯ মে ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test