E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

শ্রীমঙ্গল ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ভানুগাছ ইউনাইটেড

২০২৪ ডিসেম্বর ০১ ১৭:১৬:১৭
শ্রীমঙ্গল ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ভানুগাছ ইউনাইটেড

মো: আল-আমিন, শ্রীমঙ্গল : শ্রীমঙ্গলে রেমিট্যান্স যোদ্ধা উন্মুক্ত টেপ টেনিস ক্রিকেট টুর্ণামেন্ট (সিজন-১) এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শনিবার শ্রীমঙ্গল ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় আল রাজী ফাইটার্সকে ১৮ রানে হারিয়ে ভানুগাছ ইউনাইটেড চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। গত অক্টোবর মাসে শুরু হওয়া এই টুর্নামেন্টে দেশের ৩২টি দল অংশ নেয়।

টস জিতে ভানুগাছ ইউনাইটেড ক্লাবের অধিনায়ক সুমন মালাকার প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন। ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২১৪ রান সংগ্রহ করে ভানুগাছ ইউনাইটেড ক্লাব।

মধ্যাহ্ন বিরতির পর ২১৫ রানের টার্গেট নিয়ে ব্যাটিং করতে মাঠে নামে আল রাজী ফাইটার্স কমলগঞ্জ। শেষ পর্যন্ত ১০ উইকেট হারিয়ে ১৯ ওভারে ১৮৬ রান সংগ্রহ করে এবং ভানুগাছ ইউনাইটেড ১৮ রানে জয় লাভ করে চ্যাম্পিয়ন হয়। বিজয়ী দলের ব্যাটসম্যান ইয়াছিন ৬৭ রান ও ২ উইকেট লাভ করে ফাইনাল খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন। টুর্ণামেন্টে ম্যান অব-দ্যা সিরিজ নির্বাচিত হয় ভানুগাছ ইউনাইটেড এর রাজু। টুর্নামেন্টে সেরা ব্যাটসম্যান নির্বাচিত হয় আল রাজী ফাইটার্স ক্লাবের হেলিকপ্টার বাবলু। সেরা বোলার নির্বাচিত হয়ে একই দলের রকেট সুমন।

টুর্ণামেন্ট বাস্তবায়ন কমিটির আহবায়ক মো: মোবারক হোসেন লোপ্পার সঞ্চালনায় টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক রেমিট্যান্স যোদ্ধা শিবলী আহমেদ চৌধুরী সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আমিনুল ইসলাম।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত উপস্থিত ছিলেন ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অয়ন চৌধুরী, বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় ও ফুটবল একাডেমী ম্রীমঙ্গল এর পরিচালক ইকরাম রানা, ৭ নং ওয়ার্ডের কাউন্সিলর মীর এম এ সালাম। উপস্থিত ছিলেন শিক্ষক আবুল কাশেম, ক্রীড়ানুরাগী আব্দুর রহমান খাঁন পাশা প্রমুখ।

খেলা শেষে প্রধান অতিথি বিশেষ অতিথিরা চ্যাম্পিয়ন দলকে ৫০ হাজার টাকার প্রাইজমানী চ্যাম্পিয়ন ট্রফি ও রানার আপ দলের হাতে ৩০ হাজার টাকার প্রাইজমানী ও রানার আপ ট্রফি তুলে দেন।

সদস্য সচিব মীর এম এ কালাম টুর্নামেন্ট সুষ্ট সুন্দরভাবে সফল সমাপ্তী হওয়ার জন্য টুর্ণামেন্ট পরিচালনা কমিটির সবাইকে ধন্যবাদ জানান।

(এএ/এসপি/ডিসেম্বর ০১, ২০২৪)

পাঠকের মতামত:

১০ মে ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test