E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

সোনাতলায় সুদখোরের ঝামেলা থেকে বাঁচতে সংবাদ সম্মেলন

২০২৪ ডিসেম্বর ০১ ১৭:৩৭:৩৫
সোনাতলায় সুদখোরের ঝামেলা থেকে বাঁচতে সংবাদ সম্মেলন

সোনাতলা প্রতিনিধি : বগুড়ার সোনাতলায় সুদ-খোরের ঝামেলা থেকে বাঁচতে সংবাদ সম্মেলন করেন এক অসহায় পরিবার। তিনি হলেন পৌরধীন আগুনিতাইরের মৃত গহসেন আলীর ছেলে জহুরুল ইসলাম।আজ রবিবার দুপুরে জহুরুলের পক্ষে প্রেসক্লাবে লিখিত বক্তব্য পড়েন তার পুত্রবধূ।

পুত্রবধূ বলেন, প্রিয় সাংবাদিক ভাইগণ নিম্ন স্বাক্ষরকারী মোঃ জহুরুল ইসলাম আমার শ্বাশুর সাংবাদিক সম্মেলনে আমার শ্বশুরের হয়ে জানাচ্ছি, মোঃ শামীম আখতার রতন (৫০), পিতা-মৃত মোজাফফর হোসেন মোল্লা, পৌরধীন গড়ফতেপুরের বাসিন্দা,আমার ছেলের সাথে সক্ষতা গড়ে উঠে শামীমের। এক পর্যায়ে গত মাস ছয়েক আগে শামীম আমাকে জানায় আপনার ছেলে ১ লক্ষ ৪০ হাজার টাকা সুদে নিয়েছে। তার কথা বিশ্বাস করে আমার স্ত্রীর কিছু সোনার গহনা ও নিকট আত্মীয়দের কাছ থেকে ধার-দেনা করে শামীমকে পুরো টাকা বুঝে দেই। শামীম জানায়, কোন দেনা-পাওনা থাকলো না। কিছুদিন পর আবার শামীম জানায়, আপনার ছেলের একটা ব্ল‍্যাংক চেক আছে আমার কাছে। শামীম ব্ল‍্যাংক চেকের বিনিময়ে আবার ২ লক্ষ টাকা দাবি করে। শামীম জানায়, তার দাবিকৃত টাকা পরিশোধ না করলে আমাদেরকে এলাকা ছাড়া করা সহ বাপ-বেটার নামে আদালতে মামলা করবে।

সংবাদ সম্মেলনে জহুরুল ইসলাম মৌখিক ভাবে বলেন, শামীম খারাপ প্রকৃতির দুই/একজনকে সঙ্গে নিয়ে প্রায়ই আমার বাড়ি ও রেলওয়ে ষ্টেশন আমার খিলি পানের দোকানে এসে টাকার জন্য চাপ প্রয়োগ করাসহ অকথ্য ভাষায় গালিগালাজ করে আসছে। তিনি আরো বলেন, শামীমের হুমকির মুখে আমার ছেলে তার স্ত্রী-সন্তানদের ফেলে পালিয়ে বেড়াচ্ছে। সংবাদ সম্মেলনে সুদখোরের হাত থেকে বাঁচতে প্রসাশন সহ সকলের সহযোগিতা কামনা করেন।

(বিএস/এসপি/ডিসেম্বর ০১, ২০২৪)

পাঠকের মতামত:

৩১ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test