E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

সালিশের ঘটনায় বৃদ্ধের আত্মহত্যা মামলায় জামিন পেলেন ইউপি চেয়ারম্যান

২০২৪ ডিসেম্বর ০২ ১৪:০৮:৪৭
সালিশের ঘটনায় বৃদ্ধের আত্মহত্যা মামলায় জামিন পেলেন ইউপি চেয়ারম্যান

মোঃ আব্দুল কাইয়ুম, মৌলভীবাজার : মৌলভীবাজারে গরু চুরির ঘটনায় সালিশকে কেন্দ্র করে ধন খা (৬৫) নামে এক বৃদ্ধের আত্মহত্যার ঘটনায় দায়ের হওয়া মামলায় কারাগারে থাকা সদর উপজেলার নাজিরাবাদ ইউনিয়নের চেয়ারম্যান আশরাফ উদ্দিন জামিন পেয়েছেন। এছাড়াও ইউপি সদস্য সহ কারাগারে থাকা আরও ৪ আসামী জামিন পেয়েছেন।

সোমবার (২ ডিসেম্বর) দুপুরে জেলা দায়রা জজ আদালতে চেয়ারম্যান আশরাফ উদ্দিনের পক্ষে আইনজীবী জামিন চাইলে আদালতের বিচারক জামিন মঞ্জুর করেন।

বিষয়টি নিশ্চিত করে অঅইনজীবী ফজলে এলাহী সেলিম জানান, চেয়ারম্যান আশরাফ উদ্দিন ও ইউপি সদস্য মহসিন আহমদ সহ ৫ আসামীর স্থায়ী জামিন মঞ্জুর করেছেন জেলা দায়রা জজ আদালতের বিচারক।

জানা যায়, গত ৩ নভেম্বর (রবিবার) মৌলভীবাজার সদর উপজেলার নাজিরাবাদ ইউনিয়নের আটঘর (মাঝপাড়া) গ্রামের ইউসুফ আলীর বাড়ীর গেটের পাশের কাঠাল গাছে ভোরের দিকে ঝুলছিল ধন খা (৬৫) নামে এক বৃদ্ধের মরদেহ। পূর্ব দ্বন্ধ, প্রতিবেশির চক্রান্তের ফাঁদ আর লজ্জাজনক অপমান সহ্য না করতে পেরে বৃদ্ধ ধনা খা’র আত্মহত্যা করেন বলে অভিযোগ করে পরিবার। চাঞ্চল্য সৃষ্টি হয় এলাকা জুড়ে। ওই ঘটনায় গরু চুরির অভিযোগ প্রমাণিত হওয়ায় শালিসে জরিমানা সহ নানা অভিযোগে ধন খা’র ছেলে আরব খা’কে দুষি সাব্যস্ত করে ইউনিয়ন পরিষদে বিচার করেন ইউপি চেয়ারম্যন আশরাফ উদ্দিন আহমদ সহ সালিশকারীরা। পরদিন ভোরে আরব খা’র পিতা ধন খা আত্মহত্যা করেন।

এ ঘটনার একদিন পর ৪ নভেম্বর আরব খা বাদি হয়ে ইউসুফ মিয়াকে ১নং আসামী করে ৮ জনের নাম উল্লেখ করে আজ্ঞাত ২ থেকে ৩ জনের বিরুদ্ধে মৌলভীবাজার মডেল থানায় মামলা দায়ের করেন। ওই মামলায় ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা আশরাফ উদ্দিনকে করা হয় ৫নং আসামী। এর পর গত ২১ নভেম্বর রাতে ঢাকা থেকে চেয়ারম্যান আশরাফ উদ্দিন সহ ৫জনকে গ্রেফতার র‌্যাব-৩ এর একটি দল। পরদিন ২২ নভেম্বর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

এদিকে এ ঘটনায় নাজিরাবাদ ইউপির একাধিক সদস্য ও স্থানীয় একাধিক ব্যক্তির সাথে কথা হলে তারা জানান, চুরি নিয়ে স্বীকারোক্তির ঘটনায় স্বাক্ষ্য প্রমানের ভিত্তিতে চেয়ারম্যান সহ এলাকার সালিশ ব্যক্তিরা বিচার করে এখন বলির পাঠা চেয়ারম্যান। এটিকে গভীর ষড়যন্ত্র বলেও মনে করছেন তারা। এছাড়াও এর পিছনে বিগত ইউপি নির্বাচন কেন্দ্রিক বিরোধ ছাড়াও রয়েছে এলাকায় আধিপাত্য বিস্তার।

(একে/এএস/ডিসেম্বর ০২, ২০২৪)

পাঠকের মতামত:

১০ মে ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test