E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

সুবর্ণচরে বাজেট পরামর্শ এবং অগ্রগতি ট্র্যাকিং শীর্ষক কর্মশালা ও প্রশিক্ষণ অনুষ্ঠিত

২০২৪ ডিসেম্বর ০৩ ১৬:১৫:৫২
সুবর্ণচরে বাজেট পরামর্শ এবং অগ্রগতি ট্র্যাকিং শীর্ষক কর্মশালা ও প্রশিক্ষণ অনুষ্ঠিত

মোঃ ইমাম উদ্দিন সুমন, নোয়াখালী : নোয়াখালী সুবর্ণচরে বাজেট পরামর্শ এবং অগ্রগতি ট্র্যাকিং শীর্ষক কর্মশালা ও প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

পিকেএসএফ এর আর্থিক ও কারিগরি সহযোগীতায় সোমবার সাগরিকা সমাজ উন্নয়ন সংস্থার অফিস কক্ষে এ কর্মশালা অনুষ্ঠানের আয়োজন করে সাগিরকা সমাজ উন্নয়ন সংস্থা।

কর্মশালা ও প্রশিক্ষণে পিকেএসএফ -এর সহযোগী ৩৪ সংস্থার ৩৭জন প্রাণিসম্পদ কর্মকর্তা উপস্থিত ছিলেন, শুভেচ্ছা বক্তব্য ও অনুষ্ঠান উদ্বোধন করেন সাগরিকা সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম, ট্রেনিং পরিচালনা করেন যৌথভাবে পিকেএসএফ এর উপ ব্যবস্থাপক ডা. মোঃ সুলাইমান হোসাইন ও জনাব শাহরিয়ার আল মাহমুদ।

প্রধান অতিথি ছিলেন পিকেএসএফ এর ডেপুটি জেনারেল ম্যানেজার তানভীর সুলতানা, বিশেষ অতিথি ছিলেন পিকেএসএফ এর ব্যবস্থাপক শাহরিয়ার হায়দার।

সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন সাগরিকা সমাজ উন্নয়ন সংস্থার প্রণিসম্পদ কর্মকর্তা মোঃ আনিসুর রহমান।

প্রশিক্ষণে ব্যস্তব জ্ঞান অর্জনের উপর গুরুত্ব বেশি দেয়া হয়। এ উদ্দেশ্য বিভিন্ন প্রদর্শনী খামার ও মাঠ পরিদর্শন করা হয়, যেখানে নতুন নতুন প্রযুক্তি ও জাত সম্পর্কে প্রশিক্ষণার্থীবৃন্দের ব্যাপক দক্ষতা উন্নয়ন ঘটে।

(আইইউএস/এএস/ডিসেম্বর ০৩, ২০২৪)

পাঠকের মতামত:

০৯ মে ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test