E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

বরিশালে তিন ছাত্রদল নেতাকে বহিস্কার

২০২৪ ডিসেম্বর ০৫ ১৯:১১:৪৮
বরিশালে তিন ছাত্রদল নেতাকে বহিস্কার

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদকসহ তিনজনকে বহিস্কার করা হয়েছে। ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়েছে।

বহিস্কৃতরা হলেন-বরিশাল জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দ মাহমুদ হাসান, মেহেন্দিগঞ্জ উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মো. জুবায়ের মাহমুদ ও মেহেন্দিগঞ্জ পৌরসভার ২ নম্বর ওয়ার্ড ছাত্রদল নেতা ইউসুফ হোসেন।

বুধবার দিবাগত রাতে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন জেলা ছাত্রদলের সভাপতি মাহফুজুল আলম মিঠু। প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানা গেছে, সৈয়দ মাহমুদ হাসান ও জুবায়ের মাহমুদকে সংগঠনের পদ থেকে এবং ইউসুফ হোসেনকে প্রাথমিক সদস্য থেকে বহিস্কার করা হয়েছে।

(টিবি/এসপি/ডিসেম্বর ০৫, ২০২৪)

পাঠকের মতামত:

৩০ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test