E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

খলিষখালিতে আ.লীগ নেতার কাছে এক লাখ টাকা চাঁদা দাবি

টাকা দিতে অপারগতা প্রকাশ করায় হাতে পিস্তল ধরিয়ে দিয়ে ছবি উত্তোলন

২০২৪ ডিসেম্বর ০৫ ২০:০৩:২১
টাকা দিতে অপারগতা প্রকাশ করায় হাতে পিস্তল ধরিয়ে দিয়ে ছবি উত্তোলন

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : অস্ত্রের মুখে জিম্মি করে এক আওয়ামী লীগ নেতার কাছ থেকে সাত দিনের মধ্যে এক লাখ টাকা চাঁদা দিতে রাজী করাতে না পেরে তার হাতে পিস্তল তুলে দিয়ে ছবি তোলা হয়েছে। একইভাবে এক ব্যবসায়ীকে বাড়ি থেকে তুলে এনে চারদিনেরে মধ্যে ৫০ হাজার টাকা দিতে রাজী করাতে না পেরে তাকে মারপিট করা হয়েছে। বুধবার দিবাগত রাত দুইটা থেকে আড়াইটার মধ্যে সাতক্ষীরার তালা উপজেলার খলিশখালি ইউনিয়নের কাদিকাটি ও গণেশপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

খলিশখালি ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাদিকাটি গ্রামের নীল কমল দাস জানান, বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে প্রকৃতির ডাকে সাড়া দিয়ে ঘরের বাইরে আসেন। এ সময় ৫/৬ জন হনুমানের টুপি ও মুখে মাপলার বাঁধা অবস্থায় তার কাছে আসে। এদের দধ্যে দুইজনের হাতে পিস্তল ও গুলি ছিল। পিস্তল ও গুলি বহনকারি দুইজন তার হাত ধরে এক লাখ টাকা চাঁদা চায়। উর্দ্ধতন কর্তৃপক্ষের নির্দেশে এ চাঁদা চাওয়া হয়েছে দাবি করে তারা বলে, টাকা না দিলে ভগবানের কাছে পাঠিয়ে দেবে। বিষয়টি কোন রাজনৈতিক নেতা বা আইনপ্রয়োগকারি সংস্থাকে না জানানোর জন্য হুশিয়ারি দেওয়া হয়। টাকা দিতে অপারগতা প্রকাশ করায় অস্ত্রের মুখে জিম্মি করেএকটি পিস্তল তার হাতে ধরিয়ে দিয়ে মোবাইলে ছবি তুলে নিয়ে চলে যায় তারা। তাদের উঠানে অবস্তান করা লোকজন ছাড়াও তার ভাইপোর বাড়ির পাশে ও রাস্তায় মুখোশধারী ১২/১৪ জন অবস্থান করছিল। বিষয়টি বৃহষ্পতিবার সকালে তিনি স্থানীয় জনপ্রতিনিধি, আইনপ্রয়োগকারি সংস্থার সদস্য ও বিশিষ্ঠজনদেরকে অবহিত করেছেন তিনি।

গনেশপুর গ্রামের মকবুল সরদারের ছেলে ঔষধ বিক্রেতা জাহিদুল সরদার জানান, বুধবার দিবাগত রাত দুটোর দিকে তিনি বাড়িতে ঘুমিয়ে ছিলেন। জরুরী একটি ঔষধ নেওয়ার জন্য গণেশপুর বাজারে তার দোকানে যেতে হবে বলে কয়েকজন তাকে ডেকে তোলেন। দরজা খুলে ৫/৬জন মুখোশ পরিহিত লোককে দেখতে পান তিনি। এ সময় তার কাছে ৫০ হাজার টাকা চাওয়া হয়। টাকা দিতে অপারগতা প্রকাশ করায় তাকে বেঁধে ফেলে মারপিট করা হয়। মোবাইলে নগদ ও বিকাশে টাকা না থাকায় তারা আরো ক্ষুব্ধ হয়। একপর্যায়ে চারদিনের মধ্যে ৫০ হাজার টাকা না দিলে কবরে পাঠিয়ে দেওয়ার হুমকি দিয়ে চলে যায় তারা।

খলিষখালি ইউপি চেয়ারম্যান সাবির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মাঈনউদ্দীন জানান, এ ধরণের কোন ঘটনা বৃহষ্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত তাকে কেউ অবহিত করেনি।

(আরকে/এসপি/ডিসেম্বর ০৫, ২০২৪)

পাঠকের মতামত:

০১ আগস্ট ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test