E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

প্রতিপক্ষকে ফাঁসাতে অপহরণ মামলা, দেড় বছর পর আত্ম‌গোপ‌নে থাকা যুবক আটক

২০২৪ ডিসেম্বর ০৬ ১৭:২২:০৪
প্রতিপক্ষকে ফাঁসাতে অপহরণ মামলা, দেড় বছর পর আত্ম‌গোপ‌নে থাকা যুবক আটক

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : আর্থিক লেনদেন নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। সেই বিরোধের জের ধরে প্রতিপক্ষকে ফাঁসাতে অপহরণের নাটক সাজানো হয়। ‌দেওয়া হয় অপহরণ মামলা। এ ঘটনার ১ বছর ৭ মাস পরে অপহরণের না‌মে আত্ম‌গোপ‌নে থাকা যুবক তানভীর ইসলামকে (২৪) আটক ক‌রে‌ছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। 

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) রাজধানীর আশুলিয়া থানার ঠাকুরপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক তানভীর ইসলাম সাতক্ষীরার তালা উপজেলার ইসলামকা‌টি গ্রামের শহিদুল ইসলামের ছেলে।

সাতক্ষীরায় কর্মরত পিবিআইয়ের অতিরিক্ত পুলিশ সুপার নূর ইসলাম জানান, ইসলামকা‌টির শহিদুল ইসলাম এবং রবিউল ইসলামের মধ্যে আর্থিক লেনদেন নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। রবিউল ইসলামকে ফাঁসানোর উদ্দেশ্যে শহিদুল তার ছেলে তানভীরকে আত্মগোপনে পাঠিয়ে অপহরণের নাটক সাজান। পরে তিনি নিজ ছে‌লের বয়স কম দে‌খি‌য়ে ২০২৩ সা‌লের ২৬ এ‌প্রিল সাতক্ষীরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে রবিউল ইসলামসহ চারজনকে আসামি করে একটি অপহরণ মামলা দায়ের করেন।

আদালতের নির্দেশে পিবিআই মামলা‌টির তদন্ত শুরু ক‌রে। দীর্ঘ অনুসন্ধানের পর ৫ ডি‌সেম্বর পিবিআইয়ের পুলিশ পরিদর্শক আসাদুজ্জামানের নেতৃত্বে এক‌টি টিম অভিযান চালিয়ে তানভীরকে আটক ক‌রে।

অতিরিক্ত পুলিশ সুপার নূর ইসলাম জানান, মামলায় তানভীরের বয়স ১৭ বছর দেখানো হলেও প্রকৃতপক্ষে তার বয়স ২৪ বছর। আটক তানভীরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

(আরকে/এসপি/ডিসেম্বর ০৬, ২০২৪)

পাঠকের মতামত:

৩০ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test