E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

পাংশা পুলিশের বিরুদ্ধে হয়রানির অভিযোগ, পুলিশ বলছে সন্ত্রাসীদের কাছে জিম্মি গ্রামবাসী

২০২৪ ডিসেম্বর ০৮ ১৭:৫৪:৪০
পাংশা পুলিশের বিরুদ্ধে হয়রানির অভিযোগ, পুলিশ বলছে সন্ত্রাসীদের কাছে জিম্মি গ্রামবাসী

বিশেষ প্রতিনিধি : রাজবাড়ীর পাংশায় প্রতিনিয়ত পুলিশের হয়রানি ও মিথ্যা অভিযোগ থেকে বাঁচতে মানববন্ধন করেছে গ্রামবাসী। তবে পুলিশের দাবি অস্ত্রধারী সন্ত্রাসীদের কাছে জিম্মি গ্রামবাসী। 

শনিবার (৭ ডিসেম্বর) দুপুর ৩ টায় উপজেলার পাট্টা ইউনিয়নের বিলপাড়া এলাকায় ৫ নম্বর ওয়ার্ডের সাধারণ জনগণ এ মানববন্ধন করেন। মানববন্ধনে শতাধিক মানুষ উপস্থিত ছিলেন।

মানববন্ধন আসা গ্রামবাসীদের দাবি, গত বৃহস্পতিবার রাতে পাংশা থানার তিন পুলিশ সদস্য মারামারি মামলার আসামি সজিব শেখ কে ধরতে যায়। সজিব পুলিশের উপস্থিতি টেরপেয়ে দৌড়ে পালিয়ে যায়। তবে পুলিশ সজিব কে ধরতে না পেরে মিথ্যা অভিযোগ তোলে আসামি পুলিশ লক্ষ করে গুলি করেছে। তার পরে সারারাত ওই এলাকার পুলিশ প্রতিটি বাড়িতে অস্ত্র উদ্ধারের নামে হয়রানি করে। এখন পর্যন্ত পুলিশের হয়রানি অব্যাহত রয়েছে।

মানববন্ধন আসা আবু মুছা নামে এক ব্যক্তির বলেন, গত বৃহস্পতিবার যখন এখানে পুলিশ সজিব শেখকে গ্রেফতার করতে আসে তখন আমি এই দিকে দিয়ে বাড়ি যাচ্ছিলাম। সজিব পুলিশ দেখে দৌড় দেয়। পুলিশ তাকে ধরতে পিছে দৌড়ায়। এ সময় পুলিশ সজিবকে উদ্দেশ্য করে, না দাঁড়ালে গুলি করবো বলতে থাকে। এসময় কোন গুলির শব্দ আমি শুনতে পাইনি। এমনকি সজিবও কিভাবে গুলি করবে তার কাছে কিছু দেখতে পাইনি। এরপর থেকে পুলিশ রাজনৈতিক একটি পক্ষের হয়ে আমাদের গ্রামের প্রতিনিয়ত হয়রানি করে যাচ্ছে। আমরা এর থেকে মুক্তি চাই।

পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: সালাউদ্দিন বলেন, এলাকার মানুষ ওই সকল সন্ত্রাসীদের কাছে জিম্মি হয়ে আছে। চাঁদাবাজ ও সন্ত্রাসীরা পুলিশকে বিতর্কিত করার জন্য এলাকাবাসীদের দিয়ে এমন মানববন্ধন করেছে।

তিনি আরও বলেন, গত বৃহস্পতিবার মারামারি ও চাঁদাবাজি মামলার আসামি সজিব শেখ কে পুলিশ ধরতে গেলে সে পুলিশ কে উদ্দেশ্য করে গুলি করে।তবে পুলিশ হতাহত হয়নি। এর আগেও ওই এলাকায় পাংশা থানার সাবেক ওসি সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়। দীর্ঘদিন ধরে ওই এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে সন্ত্রাসীরা অস্ত্র প্রদর্শন করে আসছে। পুলিশ অস্ত্র উদ্ধারে কাজ করছে।

(একে/এসপি/ডিসেম্বর ০৮, ২০২৪)

পাঠকের মতামত:

০৯ মে ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test