E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

শ্রীমঙ্গল প্রবীণ হিতৈষী সংঘের বিনামূল্যে চক্ষু শিবির 

২০২৪ ডিসেম্বর ০৮ ১৯:০৭:২১
শ্রীমঙ্গল প্রবীণ হিতৈষী সংঘের বিনামূল্যে চক্ষু শিবির 

মো: আল-আমিন, শ্রীমঙ্গল : শ্রীমঙ্গল প্রবীণ হিতৈষী সংঘ ও বিএনএসবি চক্ষু হাসপাতাল মৌলভীবাজারের যৌথ উদ্যোগে শহরের জেলা পরিষদ অডিটোরিয়ামে বিনামূল্যে দিনব্যাপী এক চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে।

আজ রবিবার অনুষ্ঠিত চক্ষু শিবিরের পরিচালনায় ছিলেন, প্রবীণ হিতৈষী সংঘের অধ্যাপক কৃষ্ণ লাল কালোয়ার, সৈয়দ সাইফুল ইসলাম ফুয়াদ, আব্দুর রউফ তালুকদার, এসএনএম ওয়াহিদুজ্জামান, রফি আহমদ চৌধুরী, মোঃ কাওছার ইকবাল, সুদর্শন শীল, বিজন দেব, সাইফুল ইসলাম, অজিত বৈদ্য, রনজিত রায় রন, রহিমা বেগম, সৈয়দ সায়েদ আহমেদ, হাবুল দত্ত, নাজমুন নাহার লাভলী, পংকজ সরকার, মো: আল আমিন, জুয়েল কিবরিয়া প্রমূখ।

বিএনএসবি চক্ষু হাসপাতালের ডা. ইফফাত জাহান তানিয়া, ডা. মিথিলা, ডা. আব্দুল মান্নান, ডা.অঞ্জন দেবনাথ, ডা. আব্দুল বাতেন তালুকদার দিনব্যাপী চিকিৎসা সেবা প্রদান করেন।

চক্ষু শিবিরে ৬ শতাধিক চক্ষু রোগীকে চিকিৎসকগণ পরীক্ষা করে ব্যবস্থাপত্র ও ১৫০ জনকে বিনামূল্যে ঔষদ প্রদান করে ৮৭ জন'কে অপারেশনের জন্য বাছাই করে মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতাল নেয়া হয়।

প্রবীন হিতৈষী সংঘের সদস্য সচিব মোঃ কাওছার ইকবাল বলেন, মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতাল ও সবার আন্তরিক সহযোগিতায় এবং শ্রীমঙ্গল অ্যাসোসিয়েশন অন আমেরিকা ইনক এর আর্থিক সহযোগিতায় অন্যান্য বারের ন্যায় এবার ৪র্থ বারের মত চক্ষু শিবিরের আয়োজন করতে করেছি। জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের উৎসাহ ও সর্বাত্বক সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমাদের আয়োজিত গত চক্ষু শিবিরটি ছিল শুধুমাত্র সম্মানিত সিনিয়র সিটিজেনদের জন্য।

২০১৭ সালে গঠিত শ্রীমঙ্গল প্রবীন হিতৈষী সংঘ প্রতি বৎসর বিশ্ব প্রবীণ দিবস পালন ছাড়াও বিভিন্ন ইউনিয়নে সম্মানিত সিনিয়র সিটিজেনদের নিয়ে মত বিনিময় সভার আয়োজন করেছি। উপজেলার ৫ টি ইউনিয়নে শাখা গঠন করেছি। আমাদের লক্ষ্য, শ্রীমঙ্গল শহরসহ উপজেলার বিভিন্ন এলাকায় সম্মানিত প্রবীণ নাগরিকদের সময় কাটানোর জন্য বিনোদন কেন্দ্র স্থাপন, হাটা ও শরীরচর্চার ব্যাবস্থা নিশ্চিত করা এবং নিয়মিত প্রাথমিক চিকিৎসাসেবা ও ভ্রমনের ব্যবস্থা করা। এই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। আমরা জানি, এসব বিষয়ে সরকারেরও যথেষ্ট স্বদিচ্ছা রয়েছে।

(এএ/এসপি/ডিসেম্বর ০৮, ২০২৪)

পাঠকের মতামত:

১০ মে ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test