E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

শ্রীমঙ্গলে তারেক রহমানের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ

২০২৪ ডিসেম্বর ১৯ ১৪:০৯:০২
শ্রীমঙ্গলে তারেক রহমানের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ

মো: আল-আমিন, শ্রীমঙ্গল : শ্রীমঙ্গলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শীতার্তদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেছেন, শ্রীমঙ্গল পৌরসভার সাবেক মেয়র ও জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মো. মহসিন মিয়া মধু।

বুধবার (১৮ ডিসেম্বর) রাতে পৌর শহরের কালিঘাট সড়কে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অসহায় দুস্থ শীতার্তদের মাঝে ব্যক্তিগত উদ্যোগে এই শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন তিনি।

মো. মহসিন মিয়া মধু বলেন- বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আহবানে দেশব্যাপী শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের অংশ হিসেবে শ্রীমঙ্গলে কোন মানুষ যেন শীতে কষ্ট ভোগ করতে না হয় সে লক্ষ্যে পর্যায়ক্রমে শ্রীমঙ্গল পৌরসভার প্রতিটি ওয়ার্ডসহ উপজেলার প্রত্যন্ত এলাকায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হবে।

তিনি আরো বলেন, কম্বল বিতরণ কার্যক্রম শুরু করেছি, শীতবস্ত্রের অভাবে কষ্ট করছে এমন কেউ বাদ পড়বে না, দেখে দেখে সবাইকে শীতবস্ত্র দেওয়া হবে।

এদিকে চায়ের রাজ্যে গত কয়েকদিন ধরে মানুষের মধ্যে শীতের তীব্রতা বেশি অনুভূতি হচ্ছে। ঠান্ডায় কাজে বের হতে না পেরে বিপাকে পড়েছেন শ্রমজীবী ও খেটে খাওয়া মানুষ। ঠান্ডায় গরম কাপড়ের অভাবে শীতে কষ্টে পড়েছে চা জনপদের মানুষ। বিশেষ করে বেশি দুর্ভোগে পড়েছে বয়স্ক ও শিশুরা।

(এএ/এএস/ডিসেম্বর ১৯, ২০২৪)

পাঠকের মতামত:

১০ মে ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test