E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

‘প্রবাসীরা দেশের অর্থনীতির চাকা সচল রাখার চাবিকাঠি, যোগ্য সম্মান তাদের প্রাপ্য’

২০২৪ ডিসেম্বর ১৯ ১৮:০৫:০৩
‘প্রবাসীরা দেশের অর্থনীতির চাকা সচল রাখার চাবিকাঠি, যোগ্য সম্মান তাদের প্রাপ্য’

মোঃ আব্দুল কাইয়ুম, মৌলভীবাজার : মৌলভীবাজারে ইউকে বাংলা প্রেসক্লাবের সাবেক সভাপতি বিশিষ্ট সাংবাদিক ও কমিউনিটি লিডার কে এম আবু তাহের চৌধুরী’র মতবিনিময় সভায় সাংবাদিকরা বলেছেন, প্রবাসীরা হচ্ছেন দেশের অর্থনীতির চাকা সচল রাখার মূল চাবিকাঠি। তারা দেশের জন্য অবদান রাখছেন, যোগ্য সম্মানটুকু তাদের প্রাপ্য। তারা দেশের জন্য প্রবাশেও অবদান রেখে চলেছেন। তাদের মধ্যে যুক্তরাজ্যে সবচেয়ে বিশ্বাসযোগ্য ব্যক্তি হচ্ছেন কমিউনিটি লিডার সাংবাদিক কে এম আবু তাহের। 

আজ বৃহস্পতিবার দুপুরে শহরের প্রেসক্লাবে হলরুমে প্রেসক্লাব আয়োজিত বাংলাদেশ জার্নালিষ্ট এসোসিয়েশন ইউকের সভাপতি ও ইউকে বাংলা প্রেসক্লাবের সাবেক সভাপতি বিশিষ্ট সাংবাদিক ও কমিউনিটি লিডার কে এম আবু তাহের চৌধুরী এর সাথে মতবিনিময় সভায় অংশ নিয়ে এসব কথা বলেন প্রেসক্লাব নেতৃবৃন্দ।

প্রেসক্লাবের আহবায়ক বকসি ইকবাল আহমদ এর সভাপতিত্বে ও সদস্য সচিব শেখ সিরাজুল ইসলাম এর সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সাবেক সহসভাপতি, বাংলা ভিষণ ও দৈনিক জনকণ্ঠের জেলা প্রতিনিধি সৈয়দ হুমায়েদ আলী শাহীন, সাবেক সাধারণ সম্পাদক ও এনটিভির স্টাফ করেসপন্ডেন্ট এসএম উমেদ আলী, মাছরাঙা টিভির জেলা প্রতিনিধি তমাল ফেরদৌস দুলাল, সুইডেন প্রবাসী আব্দুল খালিক, প্রেসক্লাবের সাবেক সভাপতি ও বাসস প্রতিনিধি ডা: ছাদিক আহমদ, দৈনিক সংগ্রাম এর জেলা প্রতিনিধি আজাদুর রহমান, এশিয়ান টিভির জেলা প্রতিনিধি মাহবুবুর রহমান রাহেল ও দৈনিক কালের কন্ঠের জেলা প্রতিনিধি সাইফুল ইসলাম।

মতবিনিময় সভায় যুক্তরাজ্য প্রবাসী সাংবাদিক কে এম আবু তাহের তার বক্তব্যে বলেন, আমার সাংবাদিকতার বয়স পঞ্চাশ বছর। দেশের প্রাচীণ পত্রিকাগুলোতে কাজ করেছি। আমার চাচাও ছিলেন সাংবাদিকতায়। আমার বড় ভাই প্রয়াত এড. জয়নাল আবেদীনও লেখালেখী করতেন। বাংলাদেশে সাংবাদিকতায় থাকাকালেই আমি যুক্তরাজ্যে যাই। সেখানে ৪০ বছর যাবত সাংবাদিকতায় স¤পৃক্ত আছি এখন পর্যন্ত। বিলেতের সাংবাদিকতার কঠিন সময়ের স্মৃতিচারণ করতে গিয়ে তিনি বলেন, সেই কঠিন সময়েও সেখানে সাংবাদিকতা করেছি। এসময় মতবিনিময় সভার আয়োজন করায় প্রেসক্লাব কতৃপক্ষকে ধন্যবাদ জানান প্রবাসী এই সাংবাদিক।

মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, দৈনিক ইত্তেফাক এর জেলা প্রতিনিধি নজরুল ইসলাম মুহিব, ৭১ টিভির জেলা প্রতিনিধি আহমেদ ফারুক মিল্লাত, এখন টিভির জেলা প্রতিনিধি এম এ হামিদ ও দৈনিক বাংলা ৭১ এর জেলা প্রতিনিধি মো: আব্দুল কাইয়ুম।

(ওএস/এসপি/ডিসেম্বর ১৯, ২০২৪)

পাঠকের মতামত:

১০ মে ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test