E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, চালক আহত

২০২৪ ডিসেম্বর ২৪ ১৭:৫০:২৬
ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, চালক আহত

নীহার রঞ্জন কুন্ডু, ময়মনসিংহ : ময়মনসিংহের ফুলপুরে শেরপুরমুখী দ্রুতগামী একটি খালি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বড় আমগাছে গিয়ে ধাক্কা খায়। এতে গাছটি গোড়া থেকে ভেঙে বহুতলবিশিষ্ট সিটি জেনারেল হাসপাতাল ভবনের পিলারে গিয়ে মারাত্মক আঘাত হানে। এতে ভবনের পিলার ভেঙে যায় এবং ডায়াগনস্টিক সেন্টারের সাঁটার ভেঙে ট্রাকের অগ্রভাগ কিছুটা কক্ষে ঢুকে পড়ে। এতে ভবন ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি চালকের অবস্থা আশংকাজনক। 

সোমবার দিবাগত রাত ২টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিপরীতে সিটি জেনারেল হাসপাতাল ভবনের নিচ তলায় এ ঘটনা ঘটে। এসময় আমুয়াকান্দা হাসপাতাল রোড বণিক সমিতির নাইট গার্ড আব্দুস সালাম পাশেই ডিউটিরত ছিলেন।

তিনি জানান, হঠাৎ ট্রাকটি গাছ ও ভবনে আঘাত করলে বিকট শব্দ হয়। পরে আমরা দৌড়ে যাই কিন্তু চালককে বের করা যাচ্ছিল না। এরপর ফায়ার সার্ভিস ও পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে ফুলপুর ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ লুৎফর রহমানের নেতৃত্বে একদল ফায়ার ফাইটার ঘটনাস্থলে পৌঁছেন ও ট্রাকের জানালা কেটে চালককে উদ্ধার করে হাসপাতালে পাঠান। এছাড়া আমগাছটি ভেঙে ঢাকা-শেরপুর আঞ্চলিক মহাসড়কে পড়ায় তারা এর ডালপালা কেটে সড়কে যান চলাচল স্বাভাবিক করেন।

এসময় ফুলপুর থানার ওসি আব্দুল হাদি ও এসআই মুকুলসহ পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেন ও উদ্ধার কাজে সহযোগিতা করেন। এছাড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাদিয়া ইসলাম সীমা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। চালককে হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে অবস্থা গুরুতর হওয়ায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

জানা যায়, আহত চালকের নাম খোকন মিয়া (৩৮)। তিনি ঝিনাইদহ সদর উপজেলার কালীগঞ্জ গ্রামের সোহাগ মিয়ার পুত্র। সকাল ৭টার দিকে এ রিপোর্ট লেখা পর্যন্ত চালক ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।

(এনআরকে/এসপি/ডিসেম্বর ২৪, ২০২৪)

পাঠকের মতামত:

৩০ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test