E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ফরিদপুরে বিশ্ব সাহিত্য কেন্দ্রের উদ্যোগে‌ চার দিনব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা

২০২৪ ডিসেম্বর ২৪ ১৮:২০:০৭
ফরিদপুরে বিশ্ব সাহিত্য কেন্দ্রের উদ্যোগে‌ চার দিনব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা

রিয়াজুল রিয়াজ, ফরিদপুর : ফরিদপুরে শুরু হয়েছে বিশ্ব সাহিত্য কেন্দ্রের উদ্যোগে চার দিনব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা শুরু হয়েছে সোমবার বিকেলে। ফরিদপুরে ওই মেলার উদ্বোধন করেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক আলতাফ হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন ‌ভ্রাম্যমাণ বইমেলা ও সাংস্কৃতিক ‌‌অনুষ্ঠানের ‌সমন্বয়কারী মোহাম্মদ উজ্জল হোসেন, ফরিদপুর মেডিকেল কলেজের লাইব্রেরিয়ান মিজানুর রহমান, ভ্রাম্যমাণ বই মেলার ইনচার্জ অমিত চক্রবর্তী প্রমুখ। চারদিন ব্যাপী ‌বিভিন্ন ধরনের বই ‌বিক্রয় করা হবে মেলায়।

বইমেলায় দেশি-বিদেশি বিভিন্ন লেখকদের বিখ্যাত উপন্যাস, গল্পের বই, রম্য রচনা, ভ্রমণ কাহিনী কবিতার বই, প্রবন্ধের বই নাটকের বই, জীবনী গ্রন্থ থেকে শুরু করে ধর্ম দর্শন বিজ্ঞান সায়েন্স ফিকশন, ভৌতিক উপন্যাস, রূপকথা, অনুবাদ গ্রন্থ ইতিহাস, সমাজতত্ত্ব স্বাস্থ্য চিকিৎসা, রান্না ও ব্যায়াম বিষয়ক, কম্পিউটার, ভাষা শিক্ষার বইসহ বিভিন্ন ধরনের বই বিক্রি হচ্ছে। এছাড়া বিশ্ব সাহিত্য কেন্দ্রের বইতে ৩০ শতাংশ এবং অন্যান্য প্রকাশনা বইতে ২৫ শতাংশ ছাড় দেয়া হচ্ছে বলে জানানো হয়। মেলা শেষ হবে আগামী ২৬ ডিসেম্বর। এই বেলা প্রতিদিন দুপুর ২ টা থেকে রাত ৮ টা পর্যন্ত চালু থাকবে।

(আরআর/এসপি/ডিসেম্বর ২৪, ২০২৪)

পাঠকের মতামত:

৩০ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test